সারা শরীরে রামের নাম। শরীরের এমন কোনও জায়গাই খুঁজে পাওয়া মুশকিল, যেখানে নেই রামের নাম! না, কোনও এক ব্যক্তির শরীরের এমন অবস্থা নয়, বরং একটি গোটা সম্প্রদায়ের মানুষের সারা শরীরজুড়ে রাম নামের উল্কি। এমনকী মাথা কামিয়ে সেখানেও লেখা রামের নাম। এঁরা হলেন রামনামী সম্প্রদায়। ছত্তীসগঢ়ের ছাড়পোড়া গ্রামে বাস এই সম্প্রদায়ের। সাধারণত ছত্তীসগঢের রাজগড়, জাঞ্জগির-চম্পা, বিলাসপুর ইত্যাদি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত মহানদীর ধারে ধারেই রামনামীদের গ্রামগুলি দেখতে পাওয়া যায়। রামনামীদের পুরোর শরীরটাই রামের মন্দির, রামই তাঁদের একমাত্র উপাস্য। মহাকাব্য অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম রাম বনবাসের সময় সমাজের অন্ত্যজ গোষ্ঠীর মানুষদের কাছে টেনে নিয়েছিলেন। জাতিভেদ প্রথার বিরুদ্ধে গিয়ে মর্যাদা দিয়েছিলেন সমাজের পেছিয়ে পড়া মানুষদের। তাই রামনামী সম্প্রদায়ের মানুষ রামকেই একমাত্র জায়গা দিয়েছেন তাঁদের মনে।