Styling tips: সামনেই বন্ধুর বিয়ে? কেমন হবে আপনার সাজ! দেখে নিন এক নজরে

Wedding season: সামনেই বন্ধুর বিয়ে? কী পরবেন এখনও ঠিক করে উঠতে পারেননি? রইল কিছু টিপস। দেখে রাখুন। কাজে আসবে

| Edited By: | Updated on: Nov 18, 2021 | 8:33 PM
অঘ্রাণ মানেই বিয়ের মরশুম। আর এই সময় সকলের হাতে অন্তত একটা হলেও আমন্ত্রণ থাকে। বন্ধুদের বিয়ে হলে তো কথাই নেই। প্রায় এক বছর ধরে চলতে থাকে প্ল্যানিং। কোন দিন কেমন পোশাক পরবেন, মেকআপ, হেয়ার স্টাইল কেমন হবে এসব নিয়ে হোয়্যাটসঅ্যাপে চলতে থাকে দীর্ঘ প্ল্যানিং। বিয়ে মানেই এখন তিন থেকে চার দিনের জমজমাট সেলিব্রেশন। মেহেন্ডি দিয়ে শুরু হয়ে রিসেপশনে শেষ। যাঁর বিয়ে তাঁর তো একরকম প্ল্যানিং হয়েই গিয়েছে। কিন্তু আপনি কী পরবেন, ঠিক করেছেন কি? রইল কিছু সাজেশন। দেখে নিন এক নজরে।

অঘ্রাণ মানেই বিয়ের মরশুম। আর এই সময় সকলের হাতে অন্তত একটা হলেও আমন্ত্রণ থাকে। বন্ধুদের বিয়ে হলে তো কথাই নেই। প্রায় এক বছর ধরে চলতে থাকে প্ল্যানিং। কোন দিন কেমন পোশাক পরবেন, মেকআপ, হেয়ার স্টাইল কেমন হবে এসব নিয়ে হোয়্যাটসঅ্যাপে চলতে থাকে দীর্ঘ প্ল্যানিং। বিয়ে মানেই এখন তিন থেকে চার দিনের জমজমাট সেলিব্রেশন। মেহেন্ডি দিয়ে শুরু হয়ে রিসেপশনে শেষ। যাঁর বিয়ে তাঁর তো একরকম প্ল্যানিং হয়েই গিয়েছে। কিন্তু আপনি কী পরবেন, ঠিক করেছেন কি? রইল কিছু সাজেশন। দেখে নিন এক নজরে।

1 / 5
বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি মানানসই শাড়ি আর লেহঙ্গা। তবে আজকাল অনেকেই শারারা বেছে নিচ্ছেন। বন্ধুর বা আত্মীয়ের আইবুড়োভাতে আপনিও শাড়ি বেছে নিতে পারেন। এদিন হলুদ, সবুজ অথবা নীল রঙের শাড়ি বাছতেই পারেন।

বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি মানানসই শাড়ি আর লেহঙ্গা। তবে আজকাল অনেকেই শারারা বেছে নিচ্ছেন। বন্ধুর বা আত্মীয়ের আইবুড়োভাতে আপনিও শাড়ি বেছে নিতে পারেন। এদিন হলুদ, সবুজ অথবা নীল রঙের শাড়ি বাছতেই পারেন।

2 / 5
গায়ে হলুদে হলুদ ছাড়া অন্য রং ভাবাই যায় না। তবে আজকাল সাদা শাড়িও অনেকেই পরছেন। ডাকাই কিংবা হ্যান্ডলুম কিছু পরুন। চলতে পারে কুঁচি দেওয়া ব্লাউজ। গায়ে হলুদের মেকআপে থাক সাবেকিয়ানা। খোঁপা করে ফুল দিন। চোখে সুন্দর করে কাজল লাগান।

গায়ে হলুদে হলুদ ছাড়া অন্য রং ভাবাই যায় না। তবে আজকাল সাদা শাড়িও অনেকেই পরছেন। ডাকাই কিংবা হ্যান্ডলুম কিছু পরুন। চলতে পারে কুঁচি দেওয়া ব্লাউজ। গায়ে হলুদের মেকআপে থাক সাবেকিয়ানা। খোঁপা করে ফুল দিন। চোখে সুন্দর করে কাজল লাগান।

3 / 5
মেহেন্দির অনুষ্ঠানে বাছতে পারেন প্যাস্টেল শেডের কোনও লেহঙ্গা। কিংবা গোলাপি বা লালও রাখতে পারেন তালিকায়। সঙ্গে পরুন জমকালো কুন্দনের গয়না।

মেহেন্দির অনুষ্ঠানে বাছতে পারেন প্যাস্টেল শেডের কোনও লেহঙ্গা। কিংবা গোলাপি বা লালও রাখতে পারেন তালিকায়। সঙ্গে পরুন জমকালো কুন্দনের গয়না।

4 / 5
এদিনের সন্ধ্যার সাজটাই কিন্তু মুখ্য আকর্ষণ। তাই এদিন জমকালো সাজতে ভুলবেন না। তবে জমকালো মানেই অতিরিক্ত মেকআপ নয়। হালকা মেকআপ করুন। চুল খোলা রাখুন বা চাইলে খোঁপা করতে পারেন। যে রকম শাড়িতে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন সেরকমই কিছু বেছে নিন। তবে সিল্ক হলেই ভালো।

এদিনের সন্ধ্যার সাজটাই কিন্তু মুখ্য আকর্ষণ। তাই এদিন জমকালো সাজতে ভুলবেন না। তবে জমকালো মানেই অতিরিক্ত মেকআপ নয়। হালকা মেকআপ করুন। চুল খোলা রাখুন বা চাইলে খোঁপা করতে পারেন। যে রকম শাড়িতে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন সেরকমই কিছু বেছে নিন। তবে সিল্ক হলেই ভালো।

5 / 5
Follow Us: