অঘ্রাণ মানেই বিয়ের মরশুম। আর এই সময় সকলের হাতে অন্তত একটা হলেও আমন্ত্রণ থাকে। বন্ধুদের বিয়ে হলে তো কথাই নেই। প্রায় এক বছর ধরে চলতে থাকে প্ল্যানিং। কোন দিন কেমন পোশাক পরবেন, মেকআপ, হেয়ার স্টাইল কেমন হবে এসব নিয়ে হোয়্যাটসঅ্যাপে চলতে থাকে দীর্ঘ প্ল্যানিং। বিয়ে মানেই এখন তিন থেকে চার দিনের জমজমাট সেলিব্রেশন। মেহেন্ডি দিয়ে শুরু হয়ে রিসেপশনে শেষ। যাঁর বিয়ে তাঁর তো একরকম প্ল্যানিং হয়েই গিয়েছে। কিন্তু আপনি কী পরবেন, ঠিক করেছেন কি? রইল কিছু সাজেশন। দেখে নিন এক নজরে।