Unmukt Chand: সাতপাঁকে বাঁধা পড়লেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী উন্মুক্ত চন্দ
ভারতকে ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক উন্মুক্ত চন্দ (Unmukt Chand) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। ২১ নভেম্বর পেশায় ফিটনেস ও স্পোর্টস নিউট্রিশন কোচ সিমরন খোসলার (Simran Khosla) সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লেন উন্মুক্ত। সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছেন। চলতি বছরের ১৩ অগস্ট মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় ক্রিকেটকে আলবিদা জানান উন্মুক্ত। তার পর তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে। সেখানে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (Big Bash) মেলবোর্নের দল মেলবোর্ন রেনেগেডসে (Melbourne Renegades) সই করেছেন দিল্লির ক্রিকেটার।
Most Read Stories