Premier League: ইপিএলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এগিয়ে থেকেও ব্লুজদের হার
লন্ডন স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ওয়েস্ট হ্যামের (West Ham) বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল চেলসিকে (Chelsea)। ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে ৩-২ গোলে হারাল ব্লুজরা। ১৫ ম্যাচের ১০টিতে জয়, ৩টিতে ড্র ও ২টিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে থমাস তুচেলের ছেলেরা।
Most Read Stories