Beauty of March: দেশে সেরা গন্তব্যগুলি ঘুরে দেখার জন্য মার্চ মাসই আদর্শ! কোথায় যাবেন, জানুন…

ভ্রমণের জন্য সেরা সময় হল মার্চ। ভারতে বিশেষ করে পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় আপনার প্রিয় গন্তব্যগুলির সম্পূর্ণ রূপ চোখের সামনে দেখতে পাবেন।

| Edited By: | Updated on: Feb 19, 2022 | 8:06 PM
 ভ্রমণের জন্য সেরা সময় হল মার্চ। ভারতে বিশেষ করে পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় আপনার প্রিয় গন্তব্যগুলির সম্পূর্ণ রূপ চোখের সামনে দেখতে পাবেন।

ভ্রমণের জন্য সেরা সময় হল মার্চ। ভারতে বিশেষ করে পার্বত্য এলাকার অপূর্ব সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই সময় আপনার প্রিয় গন্তব্যগুলির সম্পূর্ণ রূপ চোখের সামনে দেখতে পাবেন।

1 / 7
প্রাক-বসন্ত ভ্রমণের জন্য এই সময়টাই আদর্শ। ঠান্ডাও তেমন বেশি থাকে না, কিন্তু মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতির মাঝে ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের মজাটাই আলাদা।

প্রাক-বসন্ত ভ্রমণের জন্য এই সময়টাই আদর্শ। ঠান্ডাও তেমন বেশি থাকে না, কিন্তু মনোরম পরিবেশ, সুন্দর প্রকৃতির মাঝে ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের মজাটাই আলাদা।

2 / 7
খীরগঙ্গা, হিমাচল প্রদেশ- উত্তর হিমালয়ের খুব জনপ্রিয় এই ট্র্যাকে যাওয়ার জন্য সেরা সময়। পার্বতী উপত্য়কার এই ট্রেকটি নতুনদের জন্য দুর্দান্ত।

খীরগঙ্গা, হিমাচল প্রদেশ- উত্তর হিমালয়ের খুব জনপ্রিয় এই ট্র্যাকে যাওয়ার জন্য সেরা সময়। পার্বতী উপত্য়কার এই ট্রেকটি নতুনদের জন্য দুর্দান্ত।

3 / 7
বৃন্দাবন, উত্তরপ্রদেশ- শীতকালে যদি মিস হয়ে থাকে, তাহলে এই মার্চেই চলে যান এই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে। ঠান্ডার প্রকোপ নেই, সুন্দর আবহাওয়ার মধ্য়ে তীর্থস্থান ঘুরে দেখতে পারেন।

বৃন্দাবন, উত্তরপ্রদেশ- শীতকালে যদি মিস হয়ে থাকে, তাহলে এই মার্চেই চলে যান এই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে। ঠান্ডার প্রকোপ নেই, সুন্দর আবহাওয়ার মধ্য়ে তীর্থস্থান ঘুরে দেখতে পারেন।

4 / 7
দেরাদুন, উত্তরাখণ্ড- দেরাদুন শহর হল উত্তরাখণ্ডের প্রথম দরজা। পাহাড়ে ঘেরা দেরাদুনের একচা মায়াবী টান রয়েছে। হ্রদ, নদী, সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। উত্তরাখণ্ডের হিমালয় দেখার অভিযান শুরু করতে পারেন।

দেরাদুন, উত্তরাখণ্ড- দেরাদুন শহর হল উত্তরাখণ্ডের প্রথম দরজা। পাহাড়ে ঘেরা দেরাদুনের একচা মায়াবী টান রয়েছে। হ্রদ, নদী, সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। উত্তরাখণ্ডের হিমালয় দেখার অভিযান শুরু করতে পারেন।

5 / 7
দিল্লি- শীতকাল বা গরমকাল, কোনও সময়েই দিল্লি ভ্রমণের জন্য উপযুক্ত নয়। মার্চমাসের বসন্তের আগমনে দিল্লির অলিগলি আপনার কাছে স্বর্গ হয়ে দাঁড়াতে পারে। মুঘল পরিবেশ, সংসদ ভবন অন্য়ান্য পার্কগুলিতে রোম্য়ান্চিক ও সুন্দর পরিবেশ তৈরি হয়।

দিল্লি- শীতকাল বা গরমকাল, কোনও সময়েই দিল্লি ভ্রমণের জন্য উপযুক্ত নয়। মার্চমাসের বসন্তের আগমনে দিল্লির অলিগলি আপনার কাছে স্বর্গ হয়ে দাঁড়াতে পারে। মুঘল পরিবেশ, সংসদ ভবন অন্য়ান্য পার্কগুলিতে রোম্য়ান্চিক ও সুন্দর পরিবেশ তৈরি হয়।

6 / 7
উটি, তামিলনাড়ু- বসন্তের প্রথমদিকে উটি ঘুরে আসতে পারলে আপনার মত সৌভাগ্য কেউ হতে পারবে না। বিশেষ করে হানিমুনের যাঁরা কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন।

উটি, তামিলনাড়ু- বসন্তের প্রথমদিকে উটি ঘুরে আসতে পারলে আপনার মত সৌভাগ্য কেউ হতে পারবে না। বিশেষ করে হানিমুনের যাঁরা কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না, তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন।

7 / 7
Follow Us: