কমনওয়েলথ গেমসে দেশের ভারোত্তোলকদের সাফল্য জারি। প্রতিদিনই এই ইভেন্ট থেকে আসছে পদক। বুধবার ১০৯ কিলো বিভাগে নেমেছিলেন দেশের প্রতিযোগী লভপ্রীত সিং। ৩৫৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন লভপ্রীত। পঞ্জাব-জাত লভপ্রীত প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিলেন। পদক পেয়ে কমনওয়েলথ গেমসের ডেবিউ স্মরণীয় করে রাখলেন।(ছবি:টুইটার)
1 / 5
লভপ্রীতকে আজ গোটা দেশ বাহবা জানাচ্ছে। কিন্তু একটা সময়ে লভপ্রীতের গায়ে লেগেছিল 'কালো দাগ'। ২০১৯ সালে সিনিয়র ন্যশনাল চ্যাম্পিয়নশিপে ডোপ পরীক্ষায় ধরা পড়েন। ঘটনার জেরে সাসপেন্ড করে দেওয়ার হয় তাঁকে।(ছবি:টুইটার)
লভপ্রীত সিং আদতে দেশের নৌসেনা অফিসার। নেভি ওয়েটলিফটিং দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন। ২০১০ সালে মাত্র ১৩ বছর বয়সে ভারোত্তোলনে আসা লভপ্রীতের। দীর্ঘদিনের সংগ্রামের পর আন্তর্জাতিক স্তরে পদক জিতছেন তিনি। (ছবি:টুইটার)
4 / 5
হেভিওয়েট ক্যাটাগরিতে আন্তর্জাতিক স্তরে ভারতের তেমন সাফল্য নেই। সেই অভাব পূরণ করতে চান লভপ্রীত। (ছবি:টুইটার)