lovepreet Singh CWG 2022: কলঙ্কের অধ্যায় মুছে কমনওয়েলথে এক নৌসেনার গলায় পদকের ঝলকানি
কমনওয়েলথ গেমসে দেশের ভারোত্তোলকদের সাফল্য জারি। প্রতিদিনই এই ইভেন্ট থেকে আসছে পদক। বুধবার ১০৯ কিলো বিভাগে নেমেছিলেন দেশের প্রতিযোগী লভপ্রীত সিং। ৩৫৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন লভপ্রীত। পঞ্জাব-জাত লভপ্রীত প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিলেন। পদক পেয়ে কমনওয়েলথ গেমসের ডেবিউ স্মরণীয় করে রাখলেন।
Most Read Stories