Cristiano Ronaldo: ৫ সন্তানের বাবা হলেও রোনাল্ডোতেই মজেছে মন, মরিয়া সুন্দরী ফুটবলার

Ana Maria Markovic: বছর ৩৭ এর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য এখনও পাগল একাধিক মহিলা। সেই তালিকায় রয়েছেন বিশ্বের সব চেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচও। রোনাল্ডোর সঙ্গে ডেট করার জন্য বিশ্বের সেক্সিয়েস্ট ফুটবলার অ্যানা মরিয়া।

| Edited By: | Updated on: Jan 13, 2023 | 8:45 AM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যে কত জনের ক্রাশ তা বলা মুশকিল। ৫ সন্তানের বাবা হয়ে গিয়েছেন। কিন্তু তাঁকে মন দিতে পিছপা হন না এখনও বছর ২০-২৫এর সুন্দরীরা। সেই তালিকায় রয়েছেন বিশ্বের সব চেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচও (Ana Maria Markovic)। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যে কত জনের ক্রাশ তা বলা মুশকিল। ৫ সন্তানের বাবা হয়ে গিয়েছেন। কিন্তু তাঁকে মন দিতে পিছপা হন না এখনও বছর ২০-২৫এর সুন্দরীরা। সেই তালিকায় রয়েছেন বিশ্বের সব চেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচও (Ana Maria Markovic)। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

1 / 8
ক্রোয়েশিয়ার মহিলা ফুটবলার অ্যানা পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর জন্য রীতিমতো পাগল। তিনি নিজেই জানিয়েছেন, তিনি সিআর সেভেনের সঙ্গে ডেট করতে চান। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

ক্রোয়েশিয়ার মহিলা ফুটবলার অ্যানা পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোর জন্য রীতিমতো পাগল। তিনি নিজেই জানিয়েছেন, তিনি সিআর সেভেনের সঙ্গে ডেট করতে চান। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

2 / 8
কিন্তু ক্রোট সুন্দরী ফুটবলারের ভাগ্য এতটাও ভালো নয়। রোনাল্ডো দীর্ঘদিন আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রড্রিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

কিন্তু ক্রোট সুন্দরী ফুটবলারের ভাগ্য এতটাও ভালো নয়। রোনাল্ডো দীর্ঘদিন আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রড্রিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

3 / 8
ফলে, অ্যানার সঙ্গে রোনাল্ডোর ডেট করার প্রশ্ন সেই অর্থে উঠছে না। বলা ভালো রোনাল্ডোর ভরা সংসারে অ্যানা ভাঙন ধরাক, তেমনটা মোটেও চাইবেন না জর্জিনা ও রোনাল্ডোর আপামর ভক্তরা। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

ফলে, অ্যানার সঙ্গে রোনাল্ডোর ডেট করার প্রশ্ন সেই অর্থে উঠছে না। বলা ভালো রোনাল্ডোর ভরা সংসারে অ্যানা ভাঙন ধরাক, তেমনটা মোটেও চাইবেন না জর্জিনা ও রোনাল্ডোর আপামর ভক্তরা। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

4 / 8
সুইৎজারল্যান্ডে জন্ম অ্যানার। সুইস ফুটবল ক্লাব তিনি গ্রাসহপারের হয়ে খেলেন। জাতীয় দলে তিনি আবার ক্রোয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২১ সালে জাতীয় দলে অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচের। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

সুইৎজারল্যান্ডে জন্ম অ্যানার। সুইস ফুটবল ক্লাব তিনি গ্রাসহপারের হয়ে খেলেন। জাতীয় দলে তিনি আবার ক্রোয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২১ সালে জাতীয় দলে অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচের। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

5 / 8
২৩ বছরের অ্যানা প্রায় সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। একদিকে তিনি তাঁর আইডল মনে করেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডোকে। অন্যদিকে তিনি রোনাল্ডোকেই মনও দিয়ে বসেছেন। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

২৩ বছরের অ্যানা প্রায় সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। একদিকে তিনি তাঁর আইডল মনে করেন পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডোকে। অন্যদিকে তিনি রোনাল্ডোকেই মনও দিয়ে বসেছেন। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

6 / 8
কাতার বিশ্বকাপের সময় অ্যানা মারিয়া বেশ আলোচনায় ছিলেন। সেই সময় মেসি ও রোনাল্ডোর মধ্যে সেরা কে? এই প্রশ্ন রাখা হয়েছিল বিশ্বের সব চেয়ে সেক্সিয়েস্ট ফুটবলারকে। তখন তিনি রোনাল্ডোকেই এগিয়ে রাখেন। তবে একই সঙ্গে জানাতে ভোলেননি, মেসির জন্য অগাধ শ্রদ্ধা তাঁর হৃদয়ে। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

কাতার বিশ্বকাপের সময় অ্যানা মারিয়া বেশ আলোচনায় ছিলেন। সেই সময় মেসি ও রোনাল্ডোর মধ্যে সেরা কে? এই প্রশ্ন রাখা হয়েছিল বিশ্বের সব চেয়ে সেক্সিয়েস্ট ফুটবলারকে। তখন তিনি রোনাল্ডোকেই এগিয়ে রাখেন। তবে একই সঙ্গে জানাতে ভোলেননি, মেসির জন্য অগাধ শ্রদ্ধা তাঁর হৃদয়ে। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

7 / 8
বিশ্বের সব চেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া রোনাল্ডোর পাগল ফ্যান হলেও, চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তাঁর সব সময়ের প্রিয় ব্লুজ ফুটবলার। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

বিশ্বের সব চেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া রোনাল্ডোর পাগল ফ্যান হলেও, চেলসির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তাঁর সব সময়ের প্রিয় ব্লুজ ফুটবলার। (ছবি- অ্যানা মারিয়া মার্কোভিচ ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: