CSK vs PBKS, IPL 2023: চিন্নাস্বামীতে রবিবাসরীয় ম্যাচে যে মাইলস্টোন স্পর্শ করতে পারেন ধোনি-ধাওয়ানরা

IPL 2023: রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ অর্থাৎ CSK vs PBKS ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দুই কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ান এই ম্যাচে গড়তে পারেন কিছু রেকর্ড।

CSK vs PBKS, IPL 2023: চিন্নাস্বামীতে রবিবাসরীয় ম্যাচে যে মাইলস্টোন স্পর্শ করতে পারেন ধোনি-ধাওয়ানরা
CSK vs PBKS, IPL 2023: চিন্নাস্বামীতে রবিবাসরীয় ম্যাচে যে মাইলস্টোন স্পর্শ করতে পারেন ধোনি-ধাওয়ানরা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 10:30 AM

চেন্নাই : রবিবার চিন্নাস্বামীতে দুই কিংসের লড়াই। আইপিএলের (IPL) ইতিহাসের ৯৯৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK) ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (PBKS)। এ বার চেন্নাইয়ের ডেরায় পঞ্জাবের সিংহদের গর্জন কি উঠবে? শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল ধোনির চেন্নাই। অন্যদিকে মোহালিতে পঞ্জাব কিংসও শেষ ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হেরেছে। তাই দুটি দলই জয়ে ফিরতে মরিয়া। এখনও অবধি ৮টি করে ম্যাচে খেলেছে ২টি দল। সিএসকের জয় ৫টি, হার ৩টি। পঞ্জাবের জয় ৪টি, হার ৪টি। পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে মাহির সিএসকে। গব্বরের পঞ্জাব রয়েছে লিগ টেবলের ছয় নম্বরে। আজকের ম্যাচে দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ড গড়তে পারেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচ অর্থাৎ CSK vs PBKS ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেগুলি হল —

১) মহেন্দ্র সিং ধোনি – চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএলে ৩৫০ চারের রেকর্ড পূর্ণ করতে হলে আর প্রয়োজন দু’টি চারের।

২) ঋতুরাজ গায়কোয়াড় – সিএসকের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়ের টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০টি চার পূর্ণ করতে আর আটটি চারের প্রয়োজন।

৩) অজিঙ্ক রাহানে – সিএসকের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের আইপিএলে ৪৫০টি চারে পৌঁছতে আর একটি চার প্রয়োজন।

৪) ডেভন কনওয়ে – টি-২০ ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করতে হলে সিএসকের ওপেনার ডেভন কনওয়ের প্রয়োজন আর ২৯ রান।

৫) রবীন্দ্র জাডেজা – আইপিএলে ১০০টি ছক্কার রেকর্ড থেকে ৫টি ছয় দূরে রয়েছেন সিএসকের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

৬) অম্বাতি রায়ডু – টি-২০ ক্রিকেটে ক্যাচের সেঞ্চুরি থেকে ১টি ক্যাচ দূরে রয়েছেন অম্বাতি রায়ডু। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ হওয়া থেকে ৪৭ রান দূরে রয়েছেন রায়ডু।

৭) শিবম দুবে – আইপিএলে ১ হাজার রানের রেকর্ড স্পর্শ করতে হলে সিএসকের শিবম দুবেকে করতে হবে আর ৭৬ রান।

৮) শিখর ধাওয়ান – আইপিএলে ৬৫০০ রান পূর্ণ হওয়া থেকে ২২ রান দূরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান।

৯) রাহুল চাহার – টি-২০ ক্রিকেটে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন রাহুল চাহাল। আজ কেরিয়ারের একশোতম টি-২০ ম্যাচে খেলবেন তিনি।

১০) স্যাম কারান – টি-২০ ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ হওয়া থেকে ১০ রান দূরে রয়েছেন পঞ্জাব কিংসের সবচেয়ে দামি এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার স্যাম কারান। একইসঙ্গে টি-২০ ক্রিকেটে ১০০টি ছয়ের মাইলস্টোন থেকে ৩টি ছয় দূরে রয়েছেন তিনি।

১১) জীতেশ শর্মা – টি-২০ ক্রিকেটে ২ হাজার পূর্ণ হওয়া থেকে ৪৪ রান দূরে রয়েছেন জীতেশ শর্মা।

১২) প্রভসিমরণ সিং – কেরিয়ারের ৫০তম টি-২০ ম্যাচে খেলতে চলেছেন পঞ্জাব কিংসের প্রভসিমরণ সিং।

১৩) লিয়াম লিভিংস্টোন – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মাইলস্টোন স্পর্শ করতে হলে লিয়াম লিভিংস্টোনকে আর ৪টি চার মারতে হবে।