DC, IPL 2024: ঋষভ পন্থের দিল্লির ইতিহাস গড়ার দিনে MI ক্রিকেটারের লজ্জার রেকর্ড

এ বার ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের লক্ষ্য প্রথমে প্লে অফের যোগ্যতা অর্জন করা। তারপর ফাইনালে জিতে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে এগোতে গেলে একের পর এক ম্যাচে জয় চাই দিল্লির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রানের রেকর্ড গড়েছে ঋষভ পন্থের টিম। অন্যদিকে এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এক বোলার।

DC, IPL 2024: ঋষভ পন্থের দিল্লির ইতিহাস গড়ার দিনে MI ক্রিকেটারের লজ্জার রেকর্ড
DC, IPL 2024: ঋষভ পন্থের দিল্লির ইতিহাস গড়ার দিনে MI ক্রিকেটারের লজ্জার রেকর্ডImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 27, 2024 | 6:56 PM

কলকাতা: আইপিএল (IPL) বড়ই রোমাঞ্চকর এক টুর্নামেন্ট। ১০ টিমের কুড়ি-বিশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পয়েন্ট টেবলে নিয়মিত ওঠানামা লেগেই থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনটি টিম রয়েছে যারা গত ১৬টা মরসুমে একবারও খেতাব জেতেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এই তিন টিম আইপিএল ট্রফির স্বাদ পায়নি। এ বার ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) লক্ষ্য প্রথমে প্লে অফের যোগ্যতা অর্জন করা। তারপর ফাইনালে জিতে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যে এগোতে গেলে একের পর এক ম্যাচে জয় চাই দিল্লির। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রানের রেকর্ড গড়েছে ঋষভ পন্থের টিম। অন্যদিকে এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এক বোলার।

আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের এতদিন সর্বাধিক স্কোর ছিল ২৩১। যা তারা করেছিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ২০১১ সালের আইপিএলে। সেই সময় দিল্লি টিমের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। শনিবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে ২৫৭ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। আর এটাই আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের করা সর্বাধিক রান।

শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দিল্লি ক্যাপিটালস পাওয়ার প্লে-তে সর্বাধিক রানের রেকর্ডও গড়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। আজ হার্দিক-রোহিতদের বিরুদ্ধে দিল্লি পাওয়ার প্লে-তে তোলে ৯২ রান। যার মধ্যে পন্থের টিমের ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ২৪ বলে ৭৮ রান করেন। আর তাঁর পার্টনার অভিষেক পোড়েল ১৩ বলে ১১ রান করেন। এর আগে পাওয়ার প্লে-তে দিল্লির করা সর্বাধিক রান ছিল ৮৮। তা হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

দিল্লি ক্যাপিটালসের ইতিহাস গড়ার দিনে লজ্জার রেকর্ড গড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এক বোলার। পেসার লুক উড দিল্লির বিরুদ্ধে সর্বাধিক রান খরচ করেছেন। বাঁ হাতি পেসার লুক উড ৪ ওভারে ৬৮ রান দিয়েছেন দিল্লিকে। যা আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া কোনও বোলারের সর্বাধিক রান। এর আগে চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রোটিয়া বোলার কোয়েনা মাপাখা ৬৬ রান দিয়েছিলেন।