T20 World Cup 2021: বিশ্বকাপে বোলিং করবে হার্দিক: রোহিত
ক্রিকেট মহলের একটা বড় অংশ মনে করছে, হার্দিক বোলিং করতে না পারলেও ব্যাটসম্যান হিসেবেও তাঁর দলে থাকা উচিত। কারণ ব্যাট হাতে মাত্র কয়েক বলে ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি।
দুবাই: বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় (India) দল নিয়ে সবার মনেই একটা প্রশ্ন। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) লেটেস্ট আপডেট কী? তিনি কি বোলিং করবেন? ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বলছেন, হার্দিক বোলিং করবেন। বিশ্বকাপে দেখা যাবে বোলার হার্দিককে। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছে ভারত। ফিল্ডিং করার সময় বা দলের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি লাইনের বাইরে, বেশ চনমন দেখিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। ব্যাট করতে নেমে লম্বা ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন। চেনা হার্দিক।
বল হাতে চেনা হার্দিককে কবে থেকে পাওয়া যাবে? প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ”হার্দিক ধীরে ধীরে ছন্দে ফিরে আসছে। তবে এখনও বোলিং শুরু করেনি ও। বিশ্বকাপ শুরুর আগে বোলিং শুর করবে। আমাদের দলের মূল বোলাররা ভালো ফর্মে আছে। কিন্তু ষষ্ঠ বোলারের বিকল্পটাও তৈরি রাখতে হবে। ”
রোহিতের কথায় একটা বিষয় পরিস্কার। ফুলটাইম বোলার হার্দিককে হয়তো পাওয়া যাবে না। পাঁচ জন বোলার নিয়েই বিশ্বকাপের দল সাজাবে ভারত। ষষ্ঠ বোলারের প্রয়োজন হলে হার্দিক হাত ঘোরাবেন। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহিলেকেও বোলিং করতে দেখা গিয়েছে।
ক্রিকেট মহলের একটা বড় অংশ মনে করছে, হার্দিক বোলিং করতে না পারলেও ব্যাটসম্যান হিসেবেও তাঁর দলে থাকা উচিত। কারণ ব্যাট হাতে মাত্র কয়েক বলে ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। তাই ষষ্ঠ বোলারের অপশন হিসেবে দু এক ওভার যাতে হার্দিক বোলিং করতে পারেন সেটাই দেখছে টিম ম্যানেজমেন্ট। রোহিত বলছেন ব্যাটসম্যানদের মধ্যে থেকেও প্রয়োজনে এক দু’ওভার বোলিং করা যায় কি না সেটা সেটাও দেখা হচ্ছে। রোহতির কথা ধরলে বোঝা যায় কেন বিরাট কোহলিকে (Virat Kohli) বল হাতে দেখা গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে।
আরও পড়ুন: T20 World Cup 2021: বরুণকে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যবহার করতে চান বিরাটরা
আরও পড়ুন: T20 World Cup 2021: বিয়ে নয় বিশ্বকাপের দিকে চোখ রশিদ খানের
আরও পড়ুন: আইপিএল গ্ল্যামার থাকলেও ভারতকে ছাপিয়ে যেতে পারে পাকিস্তান, বলছেন মুদাস্সর নজর