IPL 2021 KKR vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের কোয়ালিফায়ার ম্যাচ

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শারজায় আজ মুখোমুখি ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

IPL 2021 KKR vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের কোয়ালিফায়ার ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 3:40 PM

শারজা: আইপিএলের (IPL) ৫৮তম ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শারজায় আজ মুখোমুখি ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মরুশহরের আইপিএলে অসম্ভবকে যেন সম্ভব করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্বে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে নিজেদের ৭টি ম্যাচের ৫টিতে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে এ বারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে পন্থের দিল্লি। দুই দলই ফাইনালে পৌঁছনোর অন্যতম দাবিদার। আইপিএল ট্রফি দিল্লির সংসারে একবারও যায়নি। গতবার অল্পের জন্য হাতছাড়া হয় ট্রফি। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দিল্লিকে। অন্যদিকে কেকেআর এর আগে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। তৃতীয় বার বেগুনি শিবিরে ট্রফি আনতে মরিয়া নাইটরা। আইপিএল ফাইনালে ধোনিদের বিরুদ্ধে কোন দল লড়বে, আজই তার ফয়সলা হয়ে যাবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি (১৩ অক্টোবর) আজ, বুধবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ স্ট্রিমিং?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: IPL 2021: ক্রাইসিস ম্যান নারিনই দেখাচ্ছেন খেতাবের স্বপ্ন

আরও পড়ুন: IPL 2021: ‘নেতা বিরাটকে মিস করব’, বললেন হর্ষল