IPL 2022 DC vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

যদিও শনিবার পন্থ-ফাফ দ্বৈরথ হয় কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

IPL 2022 DC vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
IPL 2022 DC vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 8:38 PM

মুম্বই: আগামীকাল, শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ও ২৭তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। এ বারের আইপিএলে দিল্লি এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে। এবং তার মধ্যে ২টিতে জয় ও ২টিতে হারের মুখ দেখেছেন পৃথ্বী শ-রা। দিল্লির থেকে একটা বেশি ম্যাচে খেলেছে আরসিবি। তার মধ্যে আরসিবি ৩টি ম্যাচে জিতেছেন বিরাটরা এবং ২টিতে হেরেছেন। তবে এরই মধ্যে দিল্লি শিবিরে করোনার খবর পাওয়া গিয়েছে। চলতি আইপিএলে প্রথম করোনা আক্রান্ত হয়েছেন পন্থের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart)। তাই শনিবার পন্থ-ফাফ দ্বৈরথ হয় কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখনও দলের আর কোনও ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসেনি। তবে আগামীকাল সকালে আবারও করোনা টেস্ট করা হবে পন্থদের। তাতে সকলে নেগেটিভ থাকলে মিলবে বিরাটদের বিরুদ্ধে খেলার সবুজ সংকেত।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও ব্যাঙ্গালোর। যার মধ্যে দাপটের সঙ্গে ১৭ বার জিতেছে আরসিবি। আর ১০ বার জিতেছে দিল্লি।

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (১৬ এপ্রিল) আগামীকাল, শনিবার হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, রজত পতিদার, ডেভিড উইলি।

আরও পড়ুন: IPL 2022 MI vs LSG Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ