IND vs PAK: এনএসজি কমান্ডো থেকে ব়্যাফ, ভারত-পাকিস্তান ম্যাচে নিরাপত্তার চাদর!
ICC World Cup 2023: শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে আমেদাবাদ। বিশ্বকাপের মেগা ম্যাচ দেখার জন্য তৈরি সারা বিশ্ব। বিভিন্ন দেশ থেকে তো বটেই, ভারতের নানা কোণ থেকেও ঝাঁকে ঝাঁকে আমেদাবাদে পা রাখবেন সমর্থকরা। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামও ঢেলে সাজানো হচ্ছে। ভারত বনাম পাকিস্তানের ম্যাচে যাতে দর্শক স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকে, সে দিকে কড়া নজর থাকবে যেমন, তেমনই থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা।
আমেদাবাদ: শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে আমেদাবাদ। বিশ্বকাপের (ICC World Cup) মেগা ম্যাচ দেখার জন্য তৈরি সারা বিশ্ব। বিভিন্ন দেশ থেকে তো বটেই, ভারতের নানা কোণ থেকেও ঝাঁকে ঝাঁকে আমেদাবাদে পা রাখবেন সমর্থকরা। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামও ঢেলে সাজানো হচ্ছে। ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচে যাতে দর্শক স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকে, সে দিকে কড়া নজর থাকবে যেমন, তেমনই থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হবে মোতেরাকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানও নেদারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে। তারা আজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতের আবার কাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলা। পর পর দুটো ম্যাচে জিতে আমেদাবাদে পা রাখতে চায় দুটো টিমই। বিশ্বকাপের স্পেশাল ম্যাচের আগে মনোবল যাতে তুঙ্গে থাকে। আমেদাবাদ এবং স্টেডিয়াম ঘিরে নিরাপত্তা কেমন থাকছে? TV9Bangla Sports এ বিস্তারিত।
এনএসজি কমান্ডো, ব়্যাফ, গুজরাট পুলিশ এবং বিভিন্ন এজেন্সি থেকে প্রায় ১১ হাজার নিরাপত্তারক্ষী থাকছেন নিরাপত্তার দায়িত্বে। শনিবারের ম্যাচের আগেই তাঁরা দখল নিয়ে নেবেন শহর ও স্টেডিয়ামের। সর্বোচ্চ মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানিয়েছেন, আমেদাবাদে ক্রিকেট ম্যাচ ঘিরে কখনও অশান্তি দেখা যায়নি। তাও কোনও রকম সুযোগ নেওয়া হবে না। নিরাপত্তরক্ষীরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকবেন। যাতে কোনও রকম ঝামেলা না হয়। সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মন্ত্রী হর্ষ সাংভি, ডিজিপি বিকাশ সহায়, জিএস মালিক ও অন্যান্য আধিকারিকের বৈঠক হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কোনও রকম সমস্যা ও অশান্তি না হয়, তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে।
জিএস মালিক বলেছেন, ‘৭ হাজার পুলিশ ও ৪ হোম গার্ডের উপর স্টেডিয়ামের নিরাপত্তার ভার থাকবে। সেই সঙ্গে স্পর্শকাতর এলাকায় যাতে আইন, শৃঙ্খলা ঠিক থাকে, সে দিকেও কড়া নজর রাখা হবে। শুধু তাই নয়, আমরা তিনটে ‘হিট টিম’ও রাখব। এনএসজির অ্যান্টি ড্রোন টিম, বম্ব স্কোয়াড, ডিসপোজাল ইউনিটও রাখা হবে। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়।’
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই রয়েছে উদ্বেগও। ক্রিকেট আমেজে যাতে ভাঁটা না পড়ে, তার জন্য যাবতীয় ব্যবস্থা রাখছে গুজরাট সরকার।