IPL 2021: অধিনায়ক পন্থেই আস্থা শ্রেয়সের
ম্যাচ শেষে শ্রেয়স জানিয়েছেন অধিনায়ক পন্থে সম্পুর্ণ আস্থা আছে তাঁর। ''মরসুমের শুরুতে ফ্রাঞ্জাইজি কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলন। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি। শুরু থকে ঋষভ দলকে দারুণ ভাবে নেতৃত্ব দিচ্ছে। ওর ওপর ফ্রাঞ্চাইজি এবং আমার সম্পুর্ণ আস্থা আছে।''
দুবাই: ভারতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলন। বাধ্য হয়ে আইপিএলে (IPL) তাঁকে সরিয়ে ঋষভ পন্থকে (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক করা হয়। তবে আট সাত রাউন্ডের পর কোভিডের থাবায় বন্ধ হয়ে যায় আইপিএল। এখন আরব দেশে আইপিএলে দ্বিতীয় অংশ চলছে। মাঝের সময়ে চোট কাটিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি দল যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল, অধিনায়কত্ব (captain) করবেন কে? ক্যাপিটালস কতৃপক্ষ জানায় ঋষভই থাকবেন অধিনায়ক।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দাপুটে জয় দিল্লি ক্যাপিটালসের। কাঁধে কাঁধ মিলিয়ে দলকে প্লে-অফের দরজায় নিয়ে গেলেন শ্রেয়স ও ঋষভ। ১৪ পয়েন্ট। আর একটা ম্যাচ জিততেই প্লে-অফ কার্যত নিশ্চিত। ম্যাচ শেষে শ্রেয়স জানিয়েছেন অধিনায়ক পন্থে সম্পুর্ণ আস্থা আছে তাঁর। ”মরসুমের শুরুতে ফ্রাঞ্জাইজি কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলন। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করি। শুরু থকে ঋষভ দলকে দারুণ ভাবে নেতৃত্ব দিচ্ছে। ওর ওপর ফ্রাঞ্চাইজি এবং আমার সম্পুর্ণ আস্থা আছে।”
অধিনায়ক শ্রেয়স ও ক্রিকেটার শ্রেয়সের মধ্যে যে বিশেষ কিছু বদল হয়নি সেটাও জানাচ্ছেন ডান হাতি ব্যাটসম্য়ান। ”তেমন কিছু বদল হয়নি। যে কোনও চাপে চ্যালেঞ্জ থাকে। আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। চাপেই আমার সেরাটা দিতে পারি। আজ (বুধবার) যখন আমি ব্যাটিং করতে গেমাল তখনও চাপ ছিল। মানসিক ভাবে একটাই প্রস্তুতি নিয়েছিলাম। শেষ বল পর্যন্ত থাকতে হবে, ম্যাচটা জিতে ফিরতে হবে।”
চোট থেকে ফিরে আরও চমমনে লাগছে শ্রেয়স আইয়ারকে। তাঁর নেতৃত্বে আইপিএলের ফাইনাল খেলেছে দিল্লি ক্যাপিটালস। এবারও লিগের মগডালে রাজধানীর ফ্রাঞ্চাইজি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ট্রফি জয়ের সুযোগ আছে তাদের সামনে। কে অধিনায়ক সেটা ভুলে এখন প্রথম ট্রিফর দিকেই ফোকাস শ্রেয়স-ঋষভদের।
আরও পড়ুন: EFL CUP 2021: হেরে বিদায় ম্যান ইউয়ের