Virat Kohli: ত্রিনিদাদে নয়া মাইলস্টোনের সামনে বিরাট কোহলি, মাঠে নামলেই গড়বেন রেকর্ড
India vs West Indies, 2nd Test: ডমিনিকায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপটের সঙ্গে প্রথম টেস্ট জিতেছেন রোহিত শর্মারা। এ বার এই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২০ জুলাই থেকে। আর সেই ম্যাচে মাঠে নামলেই রেকর্ড গড়বেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি
কলকাতা: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) ব্যস্ত ভারতীয় দল। ডমিনিকায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপটের সঙ্গে প্রথম টেস্ট জিতেছেন রোহিত শর্মারা। এ বার এই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২০ জুলাই থেকে। আর সেই ম্যাচে মাঠে নামলেই রেকর্ড গড়বেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ডমিনিকায় কোহলি ৭৬ রানের ইনিংস উপহার দেন। কিন্তু বিদেশের মাটিতে তাঁর সেঞ্চুরির খরা এখনও কাটেনি। এরই মাঝে ত্রিনিদাদে হতে চলা দ্বিতীয় ম্যাচে মাইলস্টোনের সামেন দাঁড়িয়ে বিরাট। কী সেই রেকর্ড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
পোর্ট অব স্পেনে যে রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি – আসলে ডমিনিকায় বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৪৯৯তম ম্যাচে খেলেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে চলেছে কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ। ফলে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মাঠে নামলেই রেকর্ড গড়বেন কিং কোহলি।
সচিন-দ্রাবিড়দের এলিট গ্রুপে বিরাট – সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে চলেছেন ভিকে। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে এখনও অবধি সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
মাস্টার ব্লাস্টারের পর সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ভারতের হয়ে ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলিদের বর্তমান হেড স্যার রাহুল দ্রাবিড়। তিনি মোট ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এখনও অবধি ৪৯৯টি আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলির পারফরম্যান্স —
এখনও অবধি ১১০টি টেস্টে কোহলি মোট ৮৫৫৫ রান করেছেন। তাঁর সর্বাধিক রান ২৫৪*। ওডিআই ক্রিকেটে ২৭৪টি ম্যাচে ১২৮৯৮ রান করেছেন। সর্বাধিক ১৮৩ রান। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে কোহলির নামে ৪টি উইকেটও রয়েছে। আর ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪০০৮ রান করেছেন বিরাট। সর্বাধিক ১২২*। ওডিআইয়ের মতো আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটেও ৪টি উইকেট নিয়েছেন বিরাট। এ বার দেখার কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন।