IPL 2022 Auction: কী কী দেখলাম আইপিএলের মেগা নিলামে?

IPL 2022 Auction: আইপিএলের নিলামে এ সব ছবি বড় চেনা। তবু প্রতিবার চমকে দেয়। কেকেআর (Kolkata Knight Riders) হোক আর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)--- এমন টুকরো ছবি কোথাও না কোথাও ঠিক মেলে। কিন্তু এবারের আইপিএল একটু অন্য রকম ছবিও দেখতে পাওয়া গেল। যাঁর কেন্দ্রে ভারতীয় ক্রিকেটাররা।

IPL 2022 Auction: কী কী দেখলাম আইপিএলের মেগা নিলামে?
IPL Auction 2022: কী কী দেখলাম আইপিএলের মেগা নিলামে?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 7:54 PM

কলকাতা: আইপিএলের মেগা নিলাম (IPL Auction 2022 LIVE) মানে এক আশ্চর্য দুনিয়া। গুরুত্ব না পাওয়া কেউ হয়তো হঠাৎ করে দামের দাঁড়িপাল্লায় ওজনদার হয়ে উঠবেন। হিসেবের বাইরে থাকা কেউ হয়তো চমকে দেবেন। কোনও তরুণ হয়তো হঠাৎ করে সেনসেশন হয়ে উঠবেন। গরীব ঘর থেকে উঠে আসা কেউ হয়তো রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আইপিএলের নিলামে এ সব ছবি বড় চেনা। তবু প্রতিবার চমকে দেয়। কেকেআর (Kolkata Knight Riders) হোক আর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)— এমন টুকরো ছবি কোথাও না কোথাও ঠিক মেলে। কিন্তু এবারের আইপিএল একটু অন্য রকম ছবিও দেখতে পাওয়া গেল। যাঁর কেন্দ্রে ভারতীয় ক্রিকেটাররা।

কী কী নতুন দেখলাম আইপিএল নিলামে?

নিলামে সুপার-সাব: নিলাম বিশ্বে অত্যন্ত পরিচিত নাম হিউ এডমেডাস। ২০১৯ সাল থেকে তিনি নিলামের সঙ্গে জড়িয়ে। সেই তিনিই কিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। নিলাম চালাতে চালাতে হঠাৎ মঞ্চ থেকে একেবারে মুখ থুবড়ে পড়ে যান। খারাপ কিছুর আশঙ্কাই করছি নিলামে অংশ নেওয়া সবাই। পরে অবশ্য জানা যায়, এডমেডাসের সুপার ফল করেছিল। যে কারণেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থবোধ করেন। তবে তাঁর বদলে নিলামে সুপারসাব হিসেবে নামেন চারু শর্মা। এর আগেও অবশ্য নিলামকারীর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

ভারতীয় বোলারদের দাপট: এই প্রথম নিলামে ভারতীয় বোলারদের এতখানি দাপট দেখা গেল। হর্ষল প্যাটেলের জন্য ১০ কোটিরও বেশি দর দিচ্ছে কোনও টিম কিংবা দীপক চাহারকে পেতে মরিয়া একটা টিম বিড করেই চলেছে, এমন আর কবে দেখা গিয়েছে, মনে পড়বে না আইপিএল প্রেমীদের। দীপকের দাম উঠল ১৪ কোটি। হর্ষল বিকোলেন ১০.৭৫ কোটিতে। প্রসিধ কৃষ্ণার দাম ১০ কোটি। মহম্মদ সামির দর ৬.২৫ কোটি। টি নটরাজনের দাম ৪ কোটি। সব মিলিয়ে ৪৫ কোটি টাকা দাম এই ছ’জনের।

স্মিথ আনসোল্ড: গত বার দিল্লি মাত্র ২ কোটি টাকায় নিয়েছিল তাঁকে। রিকি পন্টিংয়ের মতো প্রাক্তন অবাক হয়ে বলেছিলেন, তাঁর দর এত কম নয়! সেই স্টিভ স্মিথ মেগা নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে গেলেন। হয়তো কাল, নিলামের দ্বিতীয় দিন টিম পেয়ে যাবেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটারকে টিমের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন, মেনে নেওয়া যায় না।

ঋদ্ধির ঠিকানা নেই: ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় টিম বেশ কয়েক জন সিনিয়রকে বাদ দিয়েছে। পরবর্তী প্রজন্মকে দেখে দেওয়ার জন্য। সেই বাতিলের তালিকায় রয়েছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। চেন্নাই, পঞ্জাব ঘুরে হায়দরাবাদই ছিল তাঁর ঠিকানা। কিন্তু প্রথম দিন তিনিও আনসোল্ড। তরুণ প্রজন্মের দিকে নজর দিতে চাইছে বলেই কি ফ্র্যাঞ্চাইজিগুলোর তালিকায় নাম নেই ঋদ্ধির? তাঁকেও তাকিয়ে থাকতে হবে কাল, রবিবার।

বুড়োদের দিন শেষ: খানিকটা সে দিকেই গড়াল আইপিএলের মেগা নিলামের প্রথম দিন। যাঁকে মিঃ আইপিএল বলা হত, সেই সুরেশ রায়না টিম পেলেন না। গত দু’বছর সে ভাবে পারফর্ম করতে পারেননি। তারই ছাপ পড়ল। তবে ডোয়েন ব্র্যাভোকে চেন্নাই আবার নিয়ে নিল। ধোনির টিমে পুরনো চাল ভাতে বাড়ে যে!

ওপার বাংলায় হতাশার নাম সাকিব: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। কিন্তু আইপিএলের প্রথম দিনের নিলামে সাকিবের নামের পাশে কোনও টিম নেই। অবশ্য টিমগুলো স্ট্র্যাটেজিগত ভাবে পরদিন কিছু প্লেয়ার নিশ্চিত ভাবেই কিনবে। সে ক্ষেত্রে বলাই যায়, খুব একটা দর উঠবে না। আবার যদি পার্সের টাকা অনেকটাই খরচ করে ফেলে টিমগুলো, তা হলে কি হবে সাকিবের, কে জানে?