GT vs DC: ঋদ্ধি-মিলার ফিরলেন, তারকা ব্যাটারকে পাচ্ছে না পন্থের দিল্লি

IPL 2024: শুভমন গিলের গুজরাট টাইটান্স চাইবে ঘরের মাঠে জিততে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরও নজর ২ পয়েন্টে। দুই টিমেই চোট সমস্যা ছিল। সেই সব থাকার পরও সবটা দিয়ে বুধ-রাতে জিততে চান গিল-পন্থরা। অ্যাওয়ে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ।

GT vs DC: ঋদ্ধি-মিলার ফিরলেন, তারকা ব্যাটারকে পাচ্ছে না পন্থের দিল্লি
GT vs DC: ঋদ্ধি-মিলার ফিরলেন, তারকা ব্যাটারকে পাচ্ছে না পন্থের দিল্লিImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 17, 2024 | 7:25 PM

কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবলের ছয় নম্বর ও নয় নম্বরে থাকা দুই দল। শুভমন গিলের গুজরাট টাইটান্স (Gujarat Titans) চাইবে ঘরের মাঠে জিততে। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরও নজর ২ পয়েন্টে। দুই টিমেই চোট সমস্যা ছিল। সেই সব থাকার পরও সবটা দিয়ে বুধ-রাতে জিততে চান গিল-পন্থরা। অ্যাওয়ে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ।

গুজরাটের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঋষভ পন্থ টস জিতে বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। দ্বিতীয় ইনিংসে শিশির থাকতে পারে। যার ফলে ব্যাটারদের সাহায্য হতে পারে। আমি প্রতিটা ম্যাচে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ডেথ বোলিং একটু চিন্তার। কিন্তু বোলাররা প্রতি ম্যাচে উন্নতি করছে। আমাদের ব্যাটিং হেভি টিম, তাই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।’ এরপরই পন্থ জানান, দিল্লি টিমের একাদশে বড় পরিবর্তন হয়েছে। কারণ, ডেভিড ওয়ার্নার চোটের কারণে নেই। তাঁর পরিবর্তে টিমে এসেছেন সুমিত কুমার।

গুজরাটের ক্যাপ্টেন শুভমন গিল টসের পর বলেন, ‘টস জিতলে আমরাও প্রথমে বোলিং করতাম। এই কয়েকদিন অনুশীলনে শিশির দেখিনি। গতকাল রাতেও শিশির ছিল না। তাই আজ যে শিশির ফ্যাক্টর হবে, তা মনে হয় না। এই অনবদ্য স্টেডিয়ামে বেশি সমর্থন পাব আশা করছি।’ এরপর শুভমন জানান, আজ একাদশে তিনটি পরিবর্তন। ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার টিমে ফিরেছেন। এবং সন্দীপ ওয়ারিয়রের গুজরাটের হয়ে অভিষেক হচ্ছে। উমেশ যাদবের পরিবর্তে আজ গুজরাটের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন সন্দীপ ওয়ারিয়র। উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা ফিরছেন বলার পরই হেসে ফেলেন গুজরাটের ক্যাপ্টেন গিল। যা দেখে বোঝা যায় উইকেটের পিছনে ভরসাযোগ্য ক্রিকেটার চলে এসেছেন বলে খুশি হয়েছেন শুভমন।

গুজরাট টাইটান্সের একাদশ – শুভমন গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), সাই সুদর্শন, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, স্পেনসর জনসন ও সন্দীপ ওয়ারিয়র।

ইমপ্যাক্ট পরিবর্ত – সাই কিশোর, বিআর শরথ, এম সুথার, শাহরুখ খান, দর্শন নালকান্ডে।

দিল্লি ক্যাপিটালসের একাদশ – পৃথ্বী শ, জ্যাক ফ্রেসার ম্যাকগুরুক, শেই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, খলিল আহমেদ ও মুকেশ কুমার।

ইমপ্যাক্ট পরিবর্ত – অভিষেক পোড়েল, লিজাড উইলিয়ামস, কুমার কুশাগ্র, প্রবীন দুবে, ললিত যাদব।