Virat Kohli: বিরাট বিশ্বকাপ জেতার যোগ্য… সকলের থেকে কোহলিকে এগিয়ে রাখলেন কে?
T20 World Cup 2024: বিরাট কোহলির হাতে প্রবলভাবে বিশ্বকাপ ট্রফি দেখতে চাইছেন ভারতের এক প্রাক্তন অলরাউন্ডার। এ বারের টি-২০ বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন কিং কোহলি। বিশ্বকাপে তাঁকে ঘিরে প্রবল প্রত্যাশা ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এ বার দেখার তিনি ভারতকে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ ট্রফি জেতাতে পারেন কিনা।
কলকাতা: এই প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) যদি কোনও ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, তা বিরাট কোহলিই। এই সকল কথা বলেছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। ৩৫ বছর বয়সী বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন যুবি। সেই সঙ্গে তিনি বলেছেন, কোহলির হাতেই এ বারের বিশ্বকাপ ট্রফি দেখতে চান তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যুবরাজ সিং। বর্তমানে তিনি বিশ্বকাপের প্রচারমূলক কাজে ব্যস্ত। তারই মাঝে তিনি আইসিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন।
বর্তমানে বিরাট কোহলি আরসিবির হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত। তারই মাঝে আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেন, ‘এই প্রজন্মে যত রেকর্ড রয়েছে, বিরাট তার প্রায় সবগুলো ভেঙে দিয়েছে। এই প্রজন্মের সেরা ব্যাটার। আমার মনে হয় ক্রিকেটের সব ফর্ম্যাটেরই সেরা ব্যাটারের নাম কোহলি। আমার মতে ওর মতো ক্রিকেটারের বিশ্বকাপ মেডেল দরকার। বিরাটের একটা মেডেল আছে। আমি নিশ্চিত ওই একটা ট্রফি নিয়ে বিরাট কিন্তু সন্তুষ্ট নয়। আমি তাই মনে করি এ বারের বিশ্বকাপ ওরই প্রাপ্য।’
যুবির মতে, বিরাট ভালোমতোই জানেন তাঁর কখন, কী করা দরকার। এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি ও খেলাটা বেশ ভালোই বোঝে। ও ভালো মতোই জানে যে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকলে ও ভারতকে জেতাতে পারবে। আর একাধিক বার এ সেটা করেছে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে ভারতকে জিতিয়েছিল বিরাট।’
বিরাট সফল ভাবে একাধিক ম্যাচে ভারতকে রান তাড়া করে জিতিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে যুবরাজ বলেন, ‘রান তাড়া করার আত্মবিশ্বাস পেয়ে গেলে ও পরিস্থিতির বিচার করতে পারে বেশ ভালো ভাবে। কী ভাবে ব্যাট করতে হয় কঠিন পরিস্থিতিতে সেটাও ভালোই জানা আছে বিরাটের। কোন সময় কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারের বিরুদ্ধে সিঙ্গল নিতে হবে, কখন আবার আক্রমণে যেতে হবে তা জানা আছে কোহলির।’