Cristiano Ronaldo: আজই মাঠে রোনাল্ডো, ইঙ্গিত কোচের

রোনাল্ডোও (Cristiano Ronaldo) মুখিয়ে রয়েছেন মাঠে নামতে। তাই আজই রেড ডেভিলসদের হয় মাঠে দেখা যেতে পারে সি আর সেভেনকে (CR7)।

Cristiano Ronaldo: আজই মাঠে রোনাল্ডো, ইঙ্গিত কোচের
Cristiano Ronaldo: আজই মাঠে রোনাল্ডো, ইঙ্গিত কোচের (সৌজন্যে-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2021 | 8:08 AM

ম্যাঞ্চেস্টার: আজ, শনিবারই মাঠে নেমে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। একযুগ বাদে ম্যাঞ্চেস্টারের (Manchester United) লাল জার্সি গায়ে ফের দেখা যেতে পারে সিআর সেভেনকে। রোনাল্ডোকে দ্বিতীয়বার লাল জার্সিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা। কোচ ওলে গানার সোলসজায়েরও (Ole Gunnar Solskjaer) ইঙ্গিত দিয়ে রেখেছেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে পর্তুগিজ তারকাকে।

ম্যান ইউয়ের জার্সিতে ১১৮ গোল রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দু বছরের চুক্তিতে জুভেন্তাস (Juventus) থেকে নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছেন সিআর সেভেন। ম্যান ইউয়ের জার্সিতে আট বছরে ৬ টা ট্রফি জিতেছেন রোনাল্ডো। ভক্তদের প্রত্যাশা এবারও তাঁকে ঘিরে অনেকটা রয়েছে।

দেরি করতে চায়না ম্যান ইউ শিবিরও। রোনাল্ডোও মুখিয়ে রয়েছেন মাঠে নামতে। তাই আজই রেড ডেভিলসদের হয় মাঠে দেখা যেতে পারে সি আর সেভেনকে (CR7)। কোচ সোলসজায়ের বলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মরসুম প্রস্তুতিতে দারুণ ছন্দে ছিল রোনাল্ডো। জাতীয় দলের হয়ে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলেছে। বিশ্ব ফুটবলের টপ স্কোরার এখন রোনাল্ডো। আমাদের অনুশীলনেও দুরন্ত ছন্দে দেখা গিয়েছে রোনাল্ডোকে। তাই ওর মাঠে নামা শুধু সময়ের অপেক্ষা।’

রোনাল্ডো আর সোলসজায়েরের সম্পর্ক অনেক পুরনো। এই প্রসঙ্গে ম্যান ইউ কোচ বলেন, ‘আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। ও ভালো মতই জানে আমি কখন ওকে খেলাব, কখন ওকে খেলাব না। ওর থেকে সেরাটা বার করে আনা আমার দায়িত্ব। ওকে আলাদা করে কোন কিছু বলে দিতে হবে না। প্রত্যেকে ওকে দেখার জন্য মুখিয়ে রয়েছে। একজন প্রকৃত নেতা হিসেবেই আমাদের ড্রেসিংরুমকে এগিয়ে নিয়ে যাবে ও।’

রোনাল্ডোর জন্য ৭ নম্বর জার্সি ছেড়ে দিয়েছেন এডিনসন কাভানি (Edinson Cavani)। উরুগুয়ের ফুটবলারকেও কুর্ণিশ জানাতে ভুললেন না ম্যান ইউ কোচ।

আরও পড়ুন: Cristiano Ronaldo: ছুটি কাটাতে বাড়ি ফিরিনি, বলছেন রোনাল্ডো