Granit Xhaka: ম্যাচের ১৫ মিনিটেই মাঠের বাইরে জাকা, ২ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

| Edited By: | Updated on: Nov 13, 2022 | 4:05 PM
আর্সেনালের ফুটবলার গ্রানিট জাকা। উলভসের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের ১৫ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে।

আর্সেনালের ফুটবলার গ্রানিট জাকা। উলভসের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের ১৫ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে।

1 / 5
শারীরিক অসুস্থতার জেরেই মাঠ ছাড়েন জাকা। মাটে নামার কয়েক মিনিট পর থেকেই অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সে ভাবেই খেলা চালিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

শারীরিক অসুস্থতার জেরেই মাঠ ছাড়েন জাকা। মাটে নামার কয়েক মিনিট পর থেকেই অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সে ভাবেই খেলা চালিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পর মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

2 / 5
যদি জাকা বেরিয়ে গেলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি গানার্সদের। উলভসকে ২-০ গোলে হারিয়ে দেয় তাঁরা। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ওদেগার্ড।

যদি জাকা বেরিয়ে গেলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি গানার্সদের। উলভসকে ২-০ গোলে হারিয়ে দেয় তাঁরা। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ওদেগার্ড।

3 / 5
এই জয়ের জেরে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। সম সংখ্যক ম্যাচ খেলে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য পাঁচ।

এই জয়ের জেরে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। সম সংখ্যক ম্যাচ খেলে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য পাঁচ।

4 / 5
আর্সেনালের এই ফুটবলার রয়েছে সুইজারল্যান্ড দলেও। তিনি সুইস ফুটবল দলের অধিনায়কও। তাঁর নেতৃত্ব কাতারে বিশ্বকাপ অভিযানে নামবে সুইজারল্য়ান্ড।

আর্সেনালের এই ফুটবলার রয়েছে সুইজারল্যান্ড দলেও। তিনি সুইস ফুটবল দলের অধিনায়কও। তাঁর নেতৃত্ব কাতারে বিশ্বকাপ অভিযানে নামবে সুইজারল্য়ান্ড।

5 / 5
Follow Us: