প্রিমিয়ার লিগে ব্লুজদের জয়
সোমবার প্রিমিয়ার লিগে (Premier League) নিউক্যাসেলকে (Newcastle) ২-০ হারাল চেলসি (Chelsea)। কয়েক দিন আগেই ঘরের ছেলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে থমাস তুচেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল চেলসির। দলকে জয়ে ফেরাতেই কোচ পরিবর্তন করে চেলসি। তুচেল সেই দায়িত্ব যথাযথ পালন করছেন। তুচেলের অধীনে শেষ পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্লুজরা।
Most Read Stories