জিরুডের হ্যাটট্রিক, দাপুটে জয় চেলসির
অলিভার জিরুডের (Olivier Giroud) হ্যাটট্রিকে ভর করে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions league) গ্রুপ পর্বের ম্যাচে, সেভিয়াকে (Sevilla) উড়িয়ে দিল চেলসি (Chelsea)। ল্যাম্পার্ডের দলের জয় ৪-০ গোলে । গত সপ্তাহেই দ্বিতীয় পর্বে নিজেদের স্থান পাকা করেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ই'-র শীর্ষে চেলসি। ৪ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে তারা।
Most Read Stories