জিরুডের হ্যাটট্রিক, দাপুটে জয় চেলসির

অলিভার জিরুডের (Olivier Giroud) হ্যাটট্রিকে ভর করে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions league) গ্রুপ পর্বের ম্যাচে, সেভিয়াকে (Sevilla) উড়িয়ে দিল চেলসি (Chelsea)। ল্যাম্পার্ডের দলের জয় ৪-০ গোলে । গত সপ্তাহেই দ্বিতীয় পর্বে নিজেদের স্থান পাকা করেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ই'-র শীর্ষে চেলসি। ৪ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে তারা।

| Updated on: Dec 03, 2020 | 4:18 PM
ম্যাচ শুরুর ৮ মিনিটেই প্রথম গোল পান চেলসির (Chelsea) ফরাসি স্ট্রাইকার জিরুড (Olivier Giroud) ।

ম্যাচ শুরুর ৮ মিনিটেই প্রথম গোল পান চেলসির (Chelsea) ফরাসি স্ট্রাইকার জিরুড (Olivier Giroud) ।

1 / 5
সেভিয়ার ঘরের মাঠে, ম্যাচের ৫৪ মিনিটে জিরুডের দ্বিতীয় গোল।

সেভিয়ার ঘরের মাঠে, ম্যাচের ৫৪ মিনিটে জিরুডের দ্বিতীয় গোল।

2 / 5
৭৪  মিনিটে হ্যাটট্রিক  জিরুডের।

৭৪ মিনিটে হ্যাটট্রিক জিরুডের।

3 / 5
হ্যাটট্রিকের পরও জিরুডকে আটকাতে পারেনি সেভিয়া ডিফেন্স। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ও নিজের চতুর্থ গোল ফরাসি স্ট্রাইকারের।

হ্যাটট্রিকের পরও জিরুডকে আটকাতে পারেনি সেভিয়া ডিফেন্স। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ও নিজের চতুর্থ গোল ফরাসি স্ট্রাইকারের।

4 / 5
আমরা ফুটবল খেলি নিজেদের নতুন ইতিহাস তৈরি করার জন্য, দলকে জেতাতে পেরে ও চার গোল করে খুশি। খেলা শেষে জানালেন জিরুড (ছবি সৌজন্যে- চেলসি টুইটার)

আমরা ফুটবল খেলি নিজেদের নতুন ইতিহাস তৈরি করার জন্য, দলকে জেতাতে পেরে ও চার গোল করে খুশি। খেলা শেষে জানালেন জিরুড (ছবি সৌজন্যে- চেলসি টুইটার)

5 / 5
Follow Us: