Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: ভারত-পাক মেগা ম্যাচের আগে সৌরভ বললেন, পাক পেসারদের বিরুদ্ধে বিরাট-রোহিতরা…

Sourav Ganguly on Virat Kohli-Rohit Sharma: চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শেষ হওয়া ওডিআই সিরিজে (ইংল্যান্ডের বিরুদ্ধে) কটকে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। আমেদাবাদে রানে ফেরেন বিরাট কোহলি। এ বার দেখার মিনি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশা মেটাতে পারেন কিনা রো-কো জুটি।

IND vs PAK: ভারত-পাক মেগা ম্যাচের আগে সৌরভ বললেন, পাক পেসারদের বিরুদ্ধে বিরাট-রোহিতরা...
বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মাImage Credit source: Surjeet Yadav/MB Media/Getty Images
Follow Us:
| Updated on: Feb 19, 2025 | 12:44 PM

কলকাতা: মিনি বিশ্বকাপে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে বইবে রানের বন্যা। সুপারহিট ইনিংস খেলবেন হিটম্যান রোহিত শর্মা। আর শেষ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুবাই থেকে দেশে ফিরবেন ভারতীয় তারকারা। এটাই এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের ইচ্ছে। সকলেই করছেন সেই মতো প্রার্থনাও। আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সামনেই ভারত-পাকিস্তান ম্যাচ। সেখানে ভারতের শক্তি হতে চলেছেন বিরাট ও রোহিত। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

RevSportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচে মূল ভূমিকা পালন করতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “বিরাট খুব ভালো খেলছে। ওকে নিয়ে কোনও প্রশ্নই নেই। রোহিত শর্মার পাশাপাশি ও (বিরাট কোহলি) ভারতের অন্যতম স্তম্ভ। রোহিত যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওর ফর্মও ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আশা করি পুরো টিম দারুণ পারফর্ম করবে।”

ক্রিকেট মহলে একটা কথা শোনা যাচ্ছে যে পাক পেসাররা চাপে ফেলতে পারেন ভারতীয় ব্যাটারদের। মহারাজ অবশ্য তেমন আশঙ্কা করছেন না। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটারদের আলাদা করে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহর জন্য প্রস্তুতি নেওযার প্রয়োজন নেই। তাঁর মতে, ‘ভারতের ক্রিকেটাররা পেসারদের ভালোই সামলাতে পারবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শেষ হওয়া ওডিআই সিরিজে (ইংল্যান্ডের বিরুদ্ধে) কটকে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। আমেদাবাদে রানে ফেরেন বিরাট কোহলি। এ বার দেখার মিনি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট প্রেমীদের আশা মেটাতে পারেন কিনা রো-কো জুটি।