BGMI Lite: কবে আসছে বিজিএমআই লাইট? ডাউনলোডই বা কী ভাবে করা যাবে, জেনে নিন সব তথ্য

BGMI Lite Latest Update: সবার পক্ষে মোটা অর্থ ব্য় করে একটা গেমিং ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সামর্থ্য হয় না। ফলত, কম দামের ডিভাইসে অনেক সময় গেমের গ্রাফিক্স নিয়ে একটা সমস্যা থেকেই যায়। আর সেই কারণেই একটা লাইট ভার্সনের প্রয়োজনীয়তা উদ্ভূত হয়।

BGMI Lite: কবে আসছে বিজিএমআই লাইট? ডাউনলোডই বা কী ভাবে করা যাবে, জেনে নিন সব তথ্য
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 7:22 PM

দেশের গেমারদের মুখে এখন একটাই কথা। বিশেষ করে যাঁরা ব্যাটল রয়্যাল গেমিংয়ে দক্ষ এবং ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) খেলে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁদের প্রশ্ন হল, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাইট বিজিএমআই লাইট (BGMI Lite) কবে নাগাদ লঞ্চ করবে? অনেক দিন ধরেই এই গেমের একটা লাইন ভার্সন লঞ্চের প্রয়োজনীয় উদ্ভূত হয়েছে। কারণ, সবার পক্ষে মোটা অর্থ ব্য় করে একটা গেমিং ল্যাপটপ বা ডেস্কটপ কেনার সামর্থ্য হয় না। ফলত, কম দামের ডিভাইসে অনেক সময় গেমের গ্রাফিক্স নিয়ে একটা সমস্যা থেকেই যায়। আর সেই কারণেই একটা লাইট ভার্সনের প্রয়োজনীয়তা উদ্ভূত হয়। বিজিএমআই গেমের পাবলিশার সংস্থা অর্থাৎ ক্রাফ্টন-এর (Krafton INC) তরফ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা না করা হলেও ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লাইট শীঘ্রই ভারতে লঞ্চ করে যেতে পারে।

বিজিএমআই লাইট কী

পাবজি মোবাইল যাঁরা খেলতেন, তাঁরা নিশ্চয়ই জানেন যে, ক্রাফ্টন আইএনসি তার একটি লাইট ভার্সনও নিয়ে এসেছিল, যার নাম পাবজি মোবাইল লাইট। একই গেম স্মার্টফোনে খেলার জন্য কিছু বেসিক ফিচার্স ছিল তাতে। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ক্ষেত্রেও সেরকমই একটি ভার্সন আসতে চলেছে। এমনকি বিজিএমআই লাইটের প্রয়োজনীয়তা কতখানি তা নিয়ে একটি পোলও করেছিল ক্রাফ্টন। ভারতের একটা বড় সংখ্যার মানুষ আছেন, যাঁরা কম দামি স্মার্টফোন ব্যবহার করেন। সেই ফোনগুলির র‌্যাম এবং স্টোরেজও খুব কম থাকে। ফলে, বিজিএমআই-এর মতো একটা ভারী গেম চালাতে গিয়ে সমস্যা দেখা দেয়।

আর সেই কারণেই গেমাররা একটা লাইট ভার্সনের খোঁজ করে থাকেন, যার দ্বারা কম দামি স্মার্টফোনেও ভারী গ্রাফিক্সের গেম অনায়াসে চালানো যেতে পারে। একাধিক মিডিয়া রিপোর্ট জানা গিয়েছে, বিজিএমআই লাইট দুর্ধর্ষ গেমিং অভিজ্ঞতা প্যাক করতে চলেছে। সাধারণ বিজিএমআই-এর মতো একই ফিচার্স থাকবে তাতে। তফাৎ থাকবে কেবল মাত্র সাইজ় ও চাহিদার দিক থেকে, যা কম স্টোরেজ ও র‌্যামের ফোনেও ব্যবহার করা যাবে। রিপোর্ট থেকে এ-ও জানা গিয়েছে যে, বিজিএমআই লাইট খেলার জন্য একটা স্মার্টফোনে কমপক্ষে ১জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ৪.১ বা তার উপরের কোনও ভার্সন থাকতে হবে।

বিজিএমআই লাইট কবে আসছে

বিজিএমআই লাইট কবে নাগাদ ভারতে লঞ্চ করা হবে, সে বিষয়ে গেমের পাবলিশার সংস্থা ক্রাফ্টন-এর তরফ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি এখনও পর্যন্ত। প্রসঙ্গত, ভারতে যখন পাবজি মোবাইল ব্যান করা হয়েছিল, সেই সঙ্গে তার লাইট ভার্সনটিও ব্যান করা হয়েছিল দেশে। এবার সংস্থা বিজিএমআই লাইট নিয়ে চাইছে দেশে।

বিজিএমআই লাইট কী ভাবে ডাউনলোড করবেন

যেহেতু বিজিএমআই লাইট এখনও পর্যন্ত লঞ্চ করেনি, তাই সেটি আপাতত ডাউনলোড করার কোনও রাস্তাও নেই। রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিজিএমআই লাইট এই মুহূর্তে ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ভারতে তা চলে আসতে পারে বলে আরও জানা গিয়েছে। আর তাই যদি হয়, তাহলে খুব শীঘ্রই ক্রাফ্টন গেমের লাইট ভার্সনটির আনুষ্ঠানিক ঘোষণা বা টিজ়ার প্রকাশ করতে চলেছে। বিজিএমআই লাইট একবার লঞ্চ হলে, তা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে সাধারণ বিজিএমআই-এর ক্ষেত্রে আগে প্লে স্টোর পরে অ্যাপ স্টোর নিয়ে আসা হয়েছিল গেমটি। লাইট ভার্সনের ক্ষেত্রেও তা হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

প্রি-রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য

সাধারণ ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের জন্য ক্রাফ্টন প্রি-রেজিস্ট্রেশন গুগল প্লে স্টোর থেকেই উপলব্ধ করেছিল। বিজিএমআই লাইটের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে। যদিও গেমটি এখন যেহেতু ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে, তাই আপাতত প্রি-রেজিস্ট্রেশন লিঙ্ক উপলব্ধ হয়নি।

এপিকে ডাউনলোড

স্মার্টফোন থেকে নানাবিধ উপায়ে বিজিএমআই লাইট ডাউনলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের জেনে রাখা দরকার যে, আতিপাতি কোনও অযাচিত লিঙ্ক থেকে গেম বা অন্য কিছু ফাইল ডাউনলোড করা উচিৎ নয়। তাতে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। তাই বিজিএমআই লাইট আসার জন্য অপেক্ষা করুন। একবার তা এসে গেলেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের আপডেট পেয়ে গেল পাবজি নিউ স্টেট, কী কী পরিবর্তন হল, দেখে নিন

আরও পড়ুন: প্রতারণার জন্য ভারতে ফের ২ লাখ অ্যাকাউন্ট ব্যান করল বিজিএমআই ডেভেলপার ক্রাফ্টন

আরও পড়ুন: ভুলে যান সনি-মাইক্রোসফট! রোজগারে ভিডিয়ো গেমের দুনিয়ায় এক নম্বরে চিনের টেনসেন্ট

দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?