Noise ColorFit Ultra 2: স্টেনলেস স্টিল বডির নতুন স্মার্টওয়াচ নিয়ে এল নয়েজ়, দাম ৪,৪৯৯ টাকা
Noise ColorFit Ultra 2 Price In India, Specifications: ভারতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল নয়েজ়। সেই নয়েজ় কালারফিট আলট্রা ২ স্মার্টওয়াচের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।
নয়েজ় কালারফিট আলট্রা ২ (Noise ColorFit Ultra 2) স্মার্টওয়াচ লঞ্চ হয়ে গেল ভারতে। এই লেটেস্ট স্মার্টওয়াচের একাধিক ফিচার্সই গত মাসে প্রকাশিত হয়েছিল। এখনও পর্যন্ত নয়েজ়ের সবথেকে বড় স্মার্টওয়াচ এটিই। নয়েজ় কালারফিট আলট্রা স্মার্টওয়াচের এই সাকসেসর মডেলে রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন যাতে অলওয়েজ় অন ডিসপ্লে দেওয়া হয়েছে। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই স্মার্টওয়াচে রয়েছে IP68 রেটিং। ফিটনেস ফ্রিকদের জন্য এই স্মার্টওয়াচে দেওয়া হয়েছে নয়েজ় হেলথ স্যুট (Noise Health Suite)। মহিলাদের জন্য একটি বিশেষ ফিচার রয়েছে, যার সাহায্যে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করা যাবে।
নয়েজ় কালারফিট আলট্রা ২ ভারতে দাম ও উপলব্ধতা
ভারতে এই স্মার্টওয়াচ লঞ্চ করা হয়েছে ৪,৪৯৯ টাকা দামে। অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইট এবং নয়েজ়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টওয়াচের এমনই দাম লিস্টিং করা হয়েছে। তবে তা ইনট্রোডাক্টারি অফার হিসেবেই। জেট ব্ল্যাক, নেভি গোল্ড, অলিভ গ্রিন এবং সিলভার গ্রে কালারে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।
নয়েজ় কালারফিট আলট্রা ২ স্পেসিফিকেশনস, ফিচার্স
এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন ৩৬৮X৪৪৮ পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি ৩২৬ppi। এটি আসলে একটি অলওয়েজ় অন ডিসপ্লে (AOD)। এই স্মার্টওয়াচের সবথেকে আকর্ষণীয় দিক হল তার স্টেনলেস স্টিল বডি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এটিই তাদের সবথেকে বড় স্মার্টওয়াচ। রয়েছে নয়েজ় হেলথ স্যুট এবং যা আপনাকে নয়েজ়ফিট অ্যাপের মাধ্যমে হেলথ ট্র্যাকিং করতে দবে।
ব্লাড অক্সিজেন (SpO2), স্ট্রেস এবং স্লিপ সাইকেল মাপতে সক্ষম এই নয়েজ় কালারফিট আলট্রা ২। এই স্মার্টওয়াচ ২৪/৭ হার্ট রেট মনিটরিং এবং ৬০টি স্পোর্টস মোড সাপোর্ট করে। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করার জন্যও এই স্মার্টওয়াচে রয়েছে মোট ১০০টি ওয়াচ ফেস। তার মধ্যেই উল্লেখযোগ্য হল, কিছু কাস্টোমাইজড অ্যানিমেটেড, ক্লাউড-বেসড এবং কিছু কাস্টোমাইজেবল ওয়াচ ফেস।
নয়েজ় কালারফিট আলট্রা ২ স্মার্টওয়াচের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে রয়েছে ওয়েদার ফরকাস্ট, রিমাইন্ডার্স, কলস ও SMS কুইক রিপ্লাই, ওয়ার্ল্ড ক্লক, মিউজিক, স্টকস, ফ্ল্যাশলাইট, স্মার্ট DND এবং ক্যালকুলেটার-সহ আরও একাধিক ফিচার্স। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই স্মার্টওয়াচে রয়েছে IP68 রেটিং। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এক বার চার্জ দিলেই ৭ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে এই স্মার্টওয়াচে।
আরও পড়ুন: Vivo Watch 2: এবার eSIM সাপোর্টেড স্মার্টওয়াচ নিয়ে এল ভিভো, দাম ও ফিচার্স জেনে নিন
আরও পড়ুন: Huawei P50 Pocket: পকেট ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল হুয়াওয়ে, দাম ও ফিচার্স জেনে নিন