রিচা চাড্ডা, আলি ফয়জলের বিয়ের অনুষ্ঠান শুরু দিল্লীতে।

প্রাক-বিয়ের প্রথম ছবিও ভাগ করলেন রি-আলি।

রিচা তাঁর মেহেন্দিও শেয়ার করেছেন ইনস্টা-স্টোরিতে। সেখানে AR লেখা একটা স্টাইলে।

ওয়েডিং কার্ড ডিজাইনার পুনিত গুপ্ত জানিয়েছেন, এই স্টাইলেই একটা লোগো তৈরি হয়েছে আমন্ত্রণপত্রের জন্য।

৩০ সেপ্টেম্বর থেকে দিল্লিতে বিয়ের প্রাক অনুষ্ঠান চলবে তিনদিন।

প্রথমদিন ককলেট ডিনার সহ ডিজে পার্টির আয়োজন করা হয়েছে।

এরপর রিআলি মুম্বই পাড়ি দেবেন। সেখানে হবে বিয়ের অনুষ্ঠান।