বর্তমানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ আমেরিকাতে রয়েছেন।
নিউ ইয়র্কে এ বার তাঁদের হঠাৎ দেখা হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন জকোভিচ।
মেসির সঙ্গে ছবি দিয়ে জকোভিচ লেখেন, 'তোমাকে দেখে এবং তোমার সঙ্গে কথা বলে দারুণ আনন্দিত। বরাবরের মতো আমি তোমার এবং তোমার পরিবারের সকলের সুখ ও সুস্বাস্থ্য কামনা করি।
জকোভিচ ও মেসির সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইন্টার মায়ামির কো ওনার জর্জ মাস। ক্যাপশনে লিখেছেন, 'একটা অসাধারণ রাত...'
চলতি বছরের জুন মাসে টেনিস তারকা নোভাক জকোভিচ প্যারিসে পিএসজির হয়ে লিও মেসির লিগ ওয়ান জেতার সাক্ষী হয়েছিলেন।
ইন্টার মায়ামিকে সম্প্রতি লিগস কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন লিওনেল মেসি। এটি মেসির কেরিয়ারের ৪৪ তম ট্রফি।
মায়ামির জার্সিতে মেজর লিগ সকারে এখনও ডেবিউ হয়নি মেসির। আগামী কাল (২৭ অগস্ট) NY Red Bulls এর বিরুদ্ধে মায়ামির ম্যাচ রয়েছে। তা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দেখানো হবে।