এই টিপস মানলে কড়াইতে আর মাছ আটকে যাবে না

মাছ ভাজার সময় অনেক সময়ই কড়াইতে আটকে যায়

তখনই মাছ ফেটে চারিদিকে তেল ছিটকোয়

এক্ষেত্রে কিছু টিপস মাথায় রাখলেই সমস্যার সমাধান হবে

চেষ্টা করবেন লোহার কড়াইতে মাছ ভাজতে

মাছ ভাজার সময় কড়াইতে বেশি তেল দিয়ে ভাজুন 

মাছের মধ্যে যেন জল না থেকে যায় এই বিষয়টিও খেয়াল রাখতে হবে