Bankura: উৎসবের আনন্দের মধ্যে কপালে হাত ব্যক্তির! ‘উধাও’ লক্ষাধিক টাকার গহনা

West bengal: ওই ব্যক্তি পেশায় কাঠ মিস্ত্রী।

Bankura: উৎসবের আনন্দের মধ্যে কপালে হাত ব্যক্তির! 'উধাও' লক্ষাধিক টাকার গহনা
আলমারি ভেঙে চুরি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2021 | 12:51 PM

বাঁকুড়া: উৎসবের মেজাজ রয়েছে বাংলাজুড়ে। তারমধ্যেই ঘরের আলমারি ভেঙে বড়সড় চুরির ঘটনা ঘটল বাঁকুড়ায়। প্রায় দেড় লক্ষ টাকার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

গতকাল রাতের ঘটনা। বাঁকুড়ার মেজিয়াথানার তারাপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেজিয়ার তারাপুর গ্রামের পেশায় কাঠ মিস্ত্রী উত্তম নাথের পরিবার গত কয়েকদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। গতকালই পরিবারের সকলে বাড়িতে ফিরে আসেন। এবার পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে, বাইরে থেকে ফিরে এসে গতকাল রাতে বাড়ির সকলে একটি ঘরেই ছিলেন।

এবার বাড়ির নির্মীয়মাণ দোতলার খোলা জানালা দিয়ে রাতে দুস্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে ফাঁকা একটি ঘরে থাকা আলমারি গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। আজ সকালে বিষয়টি নজরে আসে পরিবারের। পরিবারের দাবি ওই আলমারিতে সোনা, রুপোর গহনা এবং নগদ টাকা মিলিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পত্তি চুরি করে নিয়ে গিয়েছে দুস্কৃতীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার।

এই ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ওই মহিলার বক্তব্য, “আমারা কয়েকদিন বাড়ির বাইরে ছিলাম। গতকাল বাড়ি ফিরে সবাই একসঙ্গে একটি ঘরের মধ্যেই ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি উপররের ঘরের জনালা খোলা। তখনই সন্দেহ হয়। সেই সন্দেহ দূর করতে আমি যখন উপরে যাই গিয়ে দেখি বিছানা পত্র উল্টানো। আলমারি ভাঙা। আলমারির ভিতরে যা টাকা-পয়সা ছিল তা পুরোটাই নিয়ে গিয়েছে চোর। সোনা-রূপোর জিনিস মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গিয়েছে। ”

প্রসঙ্গত, আজ ২৫ শে ডিসেম্বর বড়দিন বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে আজ পিকনিক করতে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক। জল জঙ্গল আর পাহাড় বেষ্টিত বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়া রানী মুকুটমণিপুর বর্তমানে অসংখ্য পর্যটক এর আনাগোনা।

আরও পড়ুন: Punjab Polls: পঞ্জাব বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে রাজি নয় কংগ্রেস, খবর সূত্রের

আরও পড়ুন: Tourist in Purulia: বড়দিনেই ধরানো হচ্ছে সরস্বতী পুজোর চাঁদার রসিদ! পর্যটকদের গাড়ি আটকে টাকা আদায়

আরও পড়ুন: Jio Rs 1 Plan Discontinued: হাইপ তুলে শেষে ১ টাকার রিচার্জ প্ল্যান বন্ধই করে দিল রিলায়েন্স জিও