Anubrata Mondal: ‘কুঁড়িতেই শেষ পদ্ম’, পুরভোটের আগে ‘মায়ের ডাকে’ সাড়া দিয়ে তারাপীঠে অনুব্রত

Birbhum: পুরনির্বাচনে বীরভূমের দিকে নজর রাখতেই হয়। এ বার বিজেপির তরফে বীরভূমে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

Anubrata Mondal: 'কুঁড়িতেই শেষ পদ্ম', পুরভোটের আগে 'মায়ের ডাকে' সাড়া দিয়ে তারাপীঠে অনুব্রত
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 2:29 PM

বীরভূম: ‘মা ডেকেছে তাই এসেছি, মা না ডাকলে আসিনা।’ তারাপীঠে মন্তব্য অনুব্রতর। পাশাপাশি খোঁচা বিজেপিকেও। ‘পদ্ম ফোটাতে পারবে না বিজেপি’ বলে কটাক্ষ কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal)। মায়ের ডাকেই বরাবর তিনি তারাপীঠে এসেছেন এমন কথা আগেও বলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বিধানসভা নির্বাচনের আগে হোক বা  কলকাতা পুরনির্বাচন, এমনকী ত্রিপুরার পুর নির্বাচনের আগেও ‘মায়ের ডাক’ পেয়েছিলেন অনুব্রত। এসেছিলেন। মন্দিরে পুজো দিয়েছিলেন। মহাযজ্ঞেরও আয়োজন করেছিলেন।

বৃহস্পতিবার ফের তাঁকে ‘মায়ের ডাকে’ সাড়া দিতে দেখা গেল। তারাপীঠের মন্দিরে এসে পুজো দিলেন অনুব্রত। একইসঙ্গে বিরোধী শিবিরকে কটাক্ষ করতেও ছাড়লেন না। বললেন, ‘ পদ্মের কেবল কুঁড়ি থাকবে, ফুল ফুটবে না, পাপড়ি বের হবে না।’ সামনেই পুরনির্বাচন। তার আগেই অনুব্রতর এমন মন্তব্য কার্যত ইঙ্গিতবাহী বলেই  মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

একইসঙ্গে অনুব্রত জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাফল্য কামনা করে দেবীর কাছে পুজো দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তারাপীঠের মন্দিরে অনুব্রতর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী  চন্দ্রনাথ সিনহা, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়-সহ এলাকার বিভিন্ন নেতৃত্ব।

উল্লেখ্য, পুরনির্বাচনে বীরভূমের দিকে নজর রাখতেই হয়। এ বার বিজেপির তরফে বীরভূমে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। ইতিমধ্যেই, উভয়পক্ষে একপ্রস্ত উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে গিয়েছে। অনুব্রতকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করেছেন জিতেন্দ্র। তো পাল্টা তাঁকে ‘পাণ্ডবেশ্বরের মোষ’ বলে কটাক্ষ অনুব্রতর।

এখানেই শেষ নয়, কানাঘুষো শোনা গিয়েছে বীরভূমের একমাত্র বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে চলেছেন। শুধু  তাই নয়,  গোটা  জেলাতেই কার্যত ঘাসফুলেরই দোর্দণ্ডপ্রতাপ। এর আগেই নির্বাচন আবহে অনুব্রতকে নানান বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। কখনও  বলেছেন ‘চরাম চরাম করে ঢাক বাজবে’ কখনও বলেছেন, ‘উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে’। ফের বিজেপি বিরোধী অনুব্রতর মন্তব্য যে নিছক মন্তব্য নয়, বরং প্রচ্ছন্ন হুমকি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Dilip Ghosh On Sandhya Mukherjee: ‘বুদ্ধবাবুকে পার্টি পুরস্কার নিতে দেয়নি, সন্ধ্যাদেবীর ক্ষেত্রে চাপের পরিবেশ তৈরি করা হল’

আরও পড়ুন: CPIM State Committee Meeting: ‘বয়কট’ ধর্মঘট! বনধ ছেড়ে বিকল্প খুঁজছে বাম শিবির, তড়িঘড়ি বৈঠকে রাজ্য কমিটি

আরও পড়ুন: ১৩ মাস জেলে কাটিয়ে জামিন পেলেন গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হক