Bomb Blast: ব্যাগ হাতে তুলতেই জোরাল বিস্ফোরণ, ছিন্নভিন্ন ছাত্রের হাত

ব্যাগটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘটে জোরাল বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে নীলেশের ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্ন-ভিন্ন হয়ে যায়।

Bomb Blast: ব্যাগ হাতে তুলতেই জোরাল বিস্ফোরণ, ছিন্নভিন্ন ছাত্রের হাত
বোমা বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন ছাত্রের হাত।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2023 | 8:15 PM

করিমপুর: ব্যাগ হাতে তুলতেই ঘটল জোরাল বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে ছিন্ন-ভিন্ন হয়ে গেল এক পড়ুয়ার হাত। একেবারে উড়ে গিয়েছে তার হাতের কয়েকটি আঙুল। শনিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে।

পুলিশ জানায়, বোমা বিস্ফোরণে গুরুতর জখম ছাত্রের নাম নীলেশ মণ্ডল। করিমপুরের বাসিন্দা নীলেশ নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। করিমপুর রেগুলেটেড মার্কেট এলাকায় কৌতূহলবশত একটি পরিত্যক্ত ব্যাগ তুলতেই বিস্ফোরণটি ঘটে। তার ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছে। বর্তমানে সে করিমপুর হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করিমপুরের বাসিন্দা, দুই বন্ধু নীলেশ মণ্ডল ও সায়ন মণ্ডল এদিন বিকালে বেড়াতে বেরিয়েছিল। দুজনেই নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। করিমপুর রেগুলেটেড মার্কেট এলাকায় বেড়ানোর সময় পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি দেখে লোভ সামলাতে না পেরে সেটি নীলেশ হাতে তুলে নেয়। আর তারপরই ঘটে যায় বিপত্তি। ব্যাগটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘটে জোরাল বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে নীলেশের ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এরপরই স্থানীয়রাই জখম ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যায় করিমপুর হাসপাতালে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। নীলেশের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে ব্যাগটিতে বিস্ফোরণ ঘটল কী ভাবে, কে ব্যাগটি রেগুলেটেড মার্কেট এলাকায় ফেলে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে সায়ন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। হাসপাতালের বিছানায় শুয়ে নীলেশ বলে, ব্যাগের ভিতরে ছিল দুটি সকেট বোমা। যা পাইপের মতো দেখতে। পাইপ ভেবে প্রথমটা বের করার পর দ্বিতীয় বোমাটি বের করতে গেলেই ঘটে যায় বিস্ফোরণ। কে এভাবে সকেট বোমা সহ ব্যাগটি মার্কেট এলাকায় ফেলে রেখে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে করিমপুর থানার পুলিশ জানিয়েছে।