Khanakul Chaos: মহিলাদের অশ্লীল ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ করতেই তৃণমূল নেতার আঙুল কাটলেন বিএসএনএল কর্মী

Hooghly: স্থানীয় সূত্রে খবর, অভিযু্ক্ত ব্যক্তির নাম রাজেশ গুপ্তা। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। রাজেশ বর্তমানে তাঁর স্ত্রী সুমন গুপ্তার সঙ্গে খানাকুলে থাকেন।

Khanakul Chaos: মহিলাদের অশ্লীল ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ করতেই তৃণমূল নেতার আঙুল কাটলেন বিএসএনএল কর্মী
হুগলি খানাকুলে উত্তেজনা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 2:29 PM

খানাকুল: গোপনে মহিলাদের অশ্লীল ছবি তুলে পোস্ট করার অভিযোগ। ঘটনার বিষয়ে জানার পর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতা। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতের আঙুল কেটে নেওয়ারও অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় উত্তেজিত হুগলির খানাকুলের হেলান এলাকা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম রাজেশ গুপ্তা। সে উত্তর প্রদেশের বাসিন্দা। রাজেশ বর্তমানে তার স্ত্রী সুমন গুপ্তার সঙ্গে খানাকুলে থাকে। পেশায় বিএসএনএল-এ কর্মী সে। অভিযোগ, রাজেশ এলাকার স্থানীয় মহিলাদের গোপনে অশ্লীল ভিডিয়ো তোলে। আর তারপর সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে পেরে স্থানীয় মহিলারা এখানকার রামমোহন ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরি দাসের স্বামী তথা পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ দাসকে নালিশ করেন। অভিযোগ পেয়েই আবারও সরব হন অরূপবাবু। এর আগেও এমন অভিযোগ উঠেছিল। তখনও রাজেশকে সতর্ক করেছিলেন অরূপবাবু। এরপর রাজেশ যাতে পুনরায় আর এই ধরনের ঘটনা না ঘটায় ফের নিষেধ করতে যান তিনি। প্রতিবাদও করেন।

কিন্তু এবার যে রাজেশ এই ভাবে আক্রমণ করবে তা হয়ত ভাবতেও পারেনি অরূপবাবু। এই ধরণের নোংরা কাজ যাতে না করে সেই বিষয়ে সতর্ক করতে যাওয়ার পরই অরূপবাবুর উপর হামলা করে রাজেশ। তার কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বারবার। মারাত্মকভাবে জখম হন অরূপ। তড়িঘড়ি তাঁকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে হাজির হন আরামবাগ তৃণমূলের জেলা সাংগঠনিক চেয়ারম্যান জয়দেব জানা।

তিনিও তাঁকে দেখতে খানাকুলে হাজির হন। এদিকে ঘটনার খবর পাওয়ার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।শতাধিক ক্ষিপ্ত জনতা তার বাড়ি ভাংচুর করে বাইরে থেকে।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পাশপাশি অভিযুক্ত রাজেশকে গ্রেফতারও করা হয়েছে।

আরও পড়ুন: West Medinipur: মুখে রঙ মেখে কয়েকজন মহিলা ও পুরুষ ঢুকলেন রাধা-কৃষ্ণ মন্দিরে, ‘ওরা কারা’ সন্দেহ হতেই জানা গেল আসল তথ্য