Python: ১১ ফুটের অজগর জড়িয়ে জালে, পোল্ট্রি ফার্মে আসতেই আতঁকে উঠলেন মালিক

West bengal: বুধবার সকাল বেলা মুরগি ফার্মের মালিক তপন রায় পোল্ট্রি মুরগি দেখার জন্য ফার্মে গেলে প্রথম তার নজরে আসে সাপটি।

| Edited By: | Updated on: Aug 03, 2022 | 6:50 PM
মুরগি খেতে এসে জালে আটকা পড়লো ১১ ফুট লম্বা অজগর । গোটা ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ গ্রামের শিল্পী পাড়া এলাকায়।

মুরগি খেতে এসে জালে আটকা পড়লো ১১ ফুট লম্বা অজগর । গোটা ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ গ্রামের শিল্পী পাড়া এলাকায়।

1 / 4
বুধবার সকাল বেলা মুরগি ফার্মের মালিক তপন রায় পোল্ট্রি মুরগি দেখার জন্য ফার্মে গেলে প্রথম তার নজরে আসে সাপটি। ফার্মের ভেতরে জালের মধ্যে আটকে রয়েছে  প্রায় ১১ ফুট লম্বা পাইথন।

বুধবার সকাল বেলা মুরগি ফার্মের মালিক তপন রায় পোল্ট্রি মুরগি দেখার জন্য ফার্মে গেলে প্রথম তার নজরে আসে সাপটি। ফার্মের ভেতরে জালের মধ্যে আটকে রয়েছে প্রায় ১১ ফুট লম্বা পাইথন।

2 / 4
পরে খবরটি ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমান সেই গ্রামে সাপ দেখতে। খবর দেওয়া হয় সোনাখালি বিটের বনকর্মীদের। খবর পাওয়া মাত্রই সেখানে আসেন তারা।

পরে খবরটি ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমান সেই গ্রামে সাপ দেখতে। খবর দেওয়া হয় সোনাখালি বিটের বনকর্মীদের। খবর পাওয়া মাত্রই সেখানে আসেন তারা।

3 / 4
জালে মধ্যে আটকে থাকা পাইথন টিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাশের জঙ্গল সোনাখালি থেকেই বেরিয়ে ছিল পাইথনটি

জালে মধ্যে আটকে থাকা পাইথন টিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাশের জঙ্গল সোনাখালি থেকেই বেরিয়ে ছিল পাইথনটি

4 / 4
Follow Us: