Teesta River: ভয়াল রূপ তিস্তার! গোগ্রাসে গিলছে একের পর এক গ্রাম, ছবিতে দেখুন বাকিটা

Jalpaiguri: তারপর বেলা যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভাঙনের তীব্রতা। অসহায় গ্রামবাসীরা প্রশাসনের পথ চেয়ে বসে রয়েছেন ।

| Updated on: Aug 09, 2022 | 1:05 PM
অগ্রাসী তিস্তা। লাগাতার বৃষ্টির জেরে নদীতে বেড়েছে জল। ভাঙতে শুরু করেছে নদীর পাড়। এককথায় যেন গিলছে দু'পাড়ের মাটি।

অগ্রাসী তিস্তা। লাগাতার বৃষ্টির জেরে নদীতে বেড়েছে জল। ভাঙতে শুরু করেছে নদীর পাড়। এককথায় যেন গিলছে দু'পাড়ের মাটি।

1 / 6
নদীপাড়ে বসবাসকারী গ্রামবাসীদের বাড়ির অস্তিত্ব ইতিমধ্য বিপন্ন। দিশেহারা গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।কারণ প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে নদীপাড়ের চেহারা।

নদীপাড়ে বসবাসকারী গ্রামবাসীদের বাড়ির অস্তিত্ব ইতিমধ্য বিপন্ন। দিশেহারা গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।কারণ প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে নদীপাড়ের চেহারা।

2 / 6
মঙ্গলবার ভোর হতেই নদীর রুদ্ররূপ দেখে বুক দুরু-দুরু করতে শুরু করেছে এলাকাবাসীর।একটু সকাল হতেই নদীর তীব্র জলস্রোত ক্রমশ গ্রামমুখি হয়ে প্রথমেই গিলে নিয়েছে তারজালি ও বোল্ডার।

মঙ্গলবার ভোর হতেই নদীর রুদ্ররূপ দেখে বুক দুরু-দুরু করতে শুরু করেছে এলাকাবাসীর।একটু সকাল হতেই নদীর তীব্র জলস্রোত ক্রমশ গ্রামমুখি হয়ে প্রথমেই গিলে নিয়েছে তারজালি ও বোল্ডার।

3 / 6
তারপর বেলা যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভাঙনের তীব্রতা। অসহায় গ্রামবাসীরা প্রশাসনের পথ চেয়ে বসে রয়েছেন ।

তারপর বেলা যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভাঙনের তীব্রতা। অসহায় গ্রামবাসীরা প্রশাসনের পথ চেয়ে বসে রয়েছেন ।

4 / 6
এলাকার সামাজিক সংগঠন গোর্খা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ভীম প্রসাদ শর্মা জানিয়েছেন যে, তিস্তা পাড়ে বসবাসকারী অস্তিত্বের সংকটে থাকা রাহুল রাই,কবির থাপা,রঞ্জিত রাই,গঙ্গারানি রাই, বিজয় রাই ও জিৎবাহাদুর রাইয়ের মতো পরিবারদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এলাকার সামাজিক সংগঠন গোর্খা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ভীম প্রসাদ শর্মা জানিয়েছেন যে, তিস্তা পাড়ে বসবাসকারী অস্তিত্বের সংকটে থাকা রাহুল রাই,কবির থাপা,রঞ্জিত রাই,গঙ্গারানি রাই, বিজয় রাই ও জিৎবাহাদুর রাইয়ের মতো পরিবারদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

5 / 6
কারণ সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে তিস্তার দূরত্ব কমে ১০ মিটারেরও নীচে এসে দাঁড়িয়েছে। তাই, যে কোনও মুহূর্তে তাঁদের ঘরবাড়ি সব তিস্তায় তলিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

কারণ সংশ্লিষ্ট বাড়িগুলি থেকে তিস্তার দূরত্ব কমে ১০ মিটারেরও নীচে এসে দাঁড়িয়েছে। তাই, যে কোনও মুহূর্তে তাঁদের ঘরবাড়ি সব তিস্তায় তলিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

6 / 6
Follow Us: