Bengal BJP: দীর্ঘদিন দেখা মেলেনি, অবশেষে ‘ড্যামেজ কন্ট্রোলে’ পথে পদ্ম বিধায়ক

Maldah: এলাকার সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ছড়ায় বিভিন্ন কাজে বিধায়ককে না পেয়ে। অবশেষে পুর নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতে পাড়ায় বিধায়ক নিয়ে মাঠে নামলেন শ্রীরুপা চৌধুরী

Bengal BJP: দীর্ঘদিন দেখা মেলেনি, অবশেষে 'ড্যামেজ কন্ট্রোলে' পথে পদ্ম বিধায়ক
পথে নামলেন শ্রীরূপা, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 1:48 PM

মালদা: ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে পাড়ায় বিধায়ক।পুর নির্বাচনের আগে ইংরেজবাজারে বিজেপির নয়া কর্মসূচি। যে বিধায়ককে বিধানসভা নির্বাচনের পর থেকে দেখা মেলেনি হঠাৎ করে সেই বিধায়ক হাজির (BJP MLA)। গেরুয়া ঝড়ে শ্রীরূপা চৌধুরী ইংরেজবাজারে তৃণমূলের হেভিওয়েট কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে বিধায়ক হন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই অসুস্থ হয়ে চলে যান। দীর্ঘসময় ধরে তিনি অনুপস্থিত ছিলেন। যোগ দিতেন না দলীয় কর্মসূচিতেও। যোগাযোগ সম্পুর্ণ ভাবে বিচ্ছিন্ন ছিল সাধারণ মানুষের সঙ্গেও। আচমকা, রবিবার থেকে পথে-প্রচারে নামলেন শ্রীরূপা। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও।

কিছুদিন আগেই, শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে থানায় নিখোঁজ ডায়রি দায়ের করে তৃণমূল যুব কংগ্রেস। ঘাসফুলের তরফে অভিযোগ করা হয়, নিজের এলাকাতেই নাকি দেখা মিলছে না বিজেপি বিধায়কের! সেই যে নির্বাচন গিয়েছে, তারপর থেকে আর এলাকাতেই দেখা যায়নি শ্রীরূপাকে। এদিকে, সাধারণ মানুষ সমস্যায় পড়লে বিধায়ককে কাছে না পেয়ে তৃণমূল কর্মীদের কাছেই আসছেন। তাঁরা সাধ্যমতো চেষ্টাও করছেন কাজ করে দেওয়ার। সাহায্য করার। কিন্তু বিধায়কের অনুপস্থিতির জেরে ‘তীরে এসে তরী’ ডুবছে। তাই বাধ্য হয়েই প্রশাসনের সাহায্য চেয়ে থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়রি দায়ের করে তৃণমূল।

বিধায়কের বিরুদ্ধে আরও অভিযোগ, বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কলকাতায় থাকেন। মালদাতেই থাকেন না। তাঁকে ফোন করা হলে তিনি ফোনও ধরেন না। এলাকার মানুষের সঙ্গে কোনও যোগাযোগও রাখেন না। ফলে, সমস্যায় পড়লে সাধারণ মানুষ তাঁকে কাছে পান না। তাই সাধারণ মানুষের কথা ভেবেই বিজেপি বিধায়কের নামে ‘নিখোঁজ’  পোস্টার তৈরির পাশাপাশি থানাতে গিয়েও অভিযোগ দায়ের করা হয়।

এরপর অবশেষে রবিবার, বাঁশেবেড়ি এলাকায় ঘুরে বেড়ান শ্রীরূপা। তবে তাঁর কর্মসূচিতে কোনও লোকজন ছিল না। কয়েকজন মাত্র অনুগামীকে নিয়েই কার্যত কর্মসূচি পালন করেন বিজেপি নেত্রী। এদিকে, এ নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের। তৃণমূল ছাত্র-যুবের পক্ষে সুতীর্থ সাহা বলেন, “আমরা ইংরেজবাজারের স্থায়ী বাসিন্দা । গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমাদের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইলে কল করলে কেউ ফোন ধরছেন না। তাঁর স্থায়ী ঠিকানায় অর্থাৎ বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায় না। স্থানীয় লোকজন যখন তৃণমূলের নেতাকর্মীদের শরণাপন্ন হচ্ছেন, তখন আমরা অন্য বিধায়কের সাহায্যে কাজ করানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের দুশ্চিন্তা হচ্ছে । কারণ, আমাদের বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ আজ সংবাদমাধ্যমেও দেখলাম, তাঁর দলের কর্মীরাই নাকি জানেন না তিনি কোথায়! এতদিন পর যদিও তাঁকে দেখা গেল।”

বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল-এর জবাবে জানিয়েছেন, শ্রীরূপাদেবী মালদায়  না থেকে কলকাতায় থাকেন, এর অর্থ এই নয় যে, যে বিধায়ক কোনও খবর রাখেন না। প্রয়োজন বুঝেই তিনি নিজ এলাকায় আসেন ও এলাকা পরিদর্শন করেন। স্থানীয়রা যদিও বলছেন, বিধায়কের দেখা মেলে না।  চাইলেও তাঁকে পাওয়া যায় না। স্থানীয়  এক বাসিন্দার কথায়, “সামনে ভোট। পুরভোটে ড্যামেজ কন্ট্রোল করতে এতদিন পর দেখা মিলেছে বিধায়কের। প্রয়োজনে কোনওদিনই তাঁকে পাওয়া যায় না।” তবে এই ঘটনায়, খোদ শ্রীরূপার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইছাপুরে তৃণমূল নেতা খুনে তদন্তে CID, ‘কোথায় গলদ?’, প্রশ্ন স্থানীয়দের