Maldah: প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ
Maldah: ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুণ্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। অভিযোগ, এই দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগরকুমার মিড ডে মিল চাল তছরূপ এবং হিসেব গরমিল করছেন।
মালদহ: রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতি আর চাল চুরির অভিযোগ। জেলাশাসক,থানা এবং পৌরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দায়ের। কিন্তু এরপরও কোনও ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সংশ্লিষ্ট স্কুলেরই দুই শিক্ষক দারস্থ হল আদালতে। মালদহের ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসে ষ্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুণ্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসাবে দায়িত্ব পান। অভিযোগ, এই দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগরকুমার মিড ডে মিল চাল তছরূপ এবং হিসেব গরমিল করছেন। ঘটনার প্রতিবাদ করেন বাকি সহকারি শিক্ষকরা। তাতে লাভ না হওয়ায় ওই বিদ্যালয়ের দুই নোডাল শিক্ষক মালদহের জেলাশাসক, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংরেজ বাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু এরপরও প্রশাসন এবং পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেশ অভিযোগকারী ওই দুই শিক্ষক মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। তাঁর সাথে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলে ক্যামেরা দেখেই কার্যত পালিয়ে যান তিনি।
অন্যদিকে, সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকাকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমরা সব জানি। কিছু হয়নি। প্রধান শিক্ষক খুব ভালো মানুষ।” এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।