Children Park: উদ্বোধনের আগেই দুষ্কৃতীদের হামলা পার্কে, এলাকায় উত্তেজনা

North 24 pargana: বাচ্চাদের জন্য তৈরি হওয়া খেলার সমস্ত জিনিস ভেঙে পড়ে রয়েছে।

Children Park: উদ্বোধনের আগেই দুষ্কৃতীদের হামলা পার্কে, এলাকায় উত্তেজনা
উদ্বোধনের আগেই শিশু উদ্যান ভেঙে দিল দুষ্কৃতীরা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 5:15 PM

আগরপাড়া: আগরপাড়ার একটি পার্কে দুষ্কৃতী হামলা। কিছুদিন পরই উদ্বোধন হওয়ার কথা ছিল পার্কটি। কিন্তু তার আগেই হামলা। এলাকায় খড়দহ থানার পুলিশ।

পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড। সেখানের সাউথ স্টেশন রোডে উদয়ন সংঘ ক্লাবের মাঠে পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর অনুপম দত্তের উদ্যোগে গড়ে উঠেছিল শিশু উদ্যানটি। পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান স্বপন ঘোষের নামাঙ্কিত ওই উদ্যান উদ্বোধনের আগেই কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দিল তা নিয়ে ধোঁয়াসা তৈরি হয়েছে ইতিমধ্যে।

আজ সকালে এলাকার মানুষ  পার্কে গিয়ে দেখেন শিশু উদ্যানে বাচ্চাদের জন্য তৈরি হওয়া খেলার সমস্ত জিনিস ভেঙে পড়ে রয়েছে। খবর দেওয়া হয় অনুপম দত্তকে। আশেপাশের এলাকার মানুষও উপস্থিত হয় সেখানে। ঘটনা দেখে হতবাক হয়ে যায় প্রত্যেকে। পার্ক বন্ধ থাকার পরও কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলে জানান অনুপম দত্ত। পাশাপাশি তিনি জানান, ইচ্ছা করেই উদ্বোধন দেরী করানোর জন্য এই কাজ করেছে দুষ্কৃতীরা। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই কারণে সিসিটিভি বসানো হবে বলেও জানান তিনি। এলাকার মানুষ  পরিবেশ রক্ষা করতে এবং পার্কটিকে রক্ষা করার জন্য একটি কমিটি গঠন করবে তার পরিচর্যার জন্য এমনটাই জানা যাচ্ছে।

এক এলাকাবাসী বলেন, “প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে দেখি ওই পার্কে ভেঙে পড়ে রয়েছে বাচ্চাদের খেলার জিনিস। কে বা কারা করেছে বুঝতে পারছি না।” পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর অনুপম দত্ত বলেন, “কিছুদিন পরই উদ্বোধন হওয়ার কথা ছিল পার্কটি। কেউ ইচ্ছাকৃত এই কাজ করেছে। এরপর থেকে আরও সতর্ক থাকতে হবে। পার্কটিতে সিসিটিভি লাগানো হবে। সঙ্গে এলাকাবসীরা একটি কমিটি গঠন করবে যাতে পরিচর্যা করা যায়।”

আরও পড়ুন: KMC Election 2021: ‘মীনা দেবীর ব্লাউজ ছেঁড়ার ভিডিয়ো কোথায়?’ প্রমাণ চাইলেন ফিরহাদ!

আরও পড়ুন: Train Accident: রেললাইনের পাতে ফাটল, স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হলদিয়া-আসানসোল এক্সপ্রেস

আরও পড়ুন: TET: টেট উত্তীর্ণদের জন্য সুখবর! আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাচ্ছেন ৭৩৮ জন, জারি হল বিজ্ঞপ্তি