Digha Rape Case: দিঘার সমুদ্র দেখার প্রলোভন এড়াতে পারেনি কিশোরী, হোটেলের ঘরেই ধর্ষণের অভিযোগ
Digha Rape Case: দিঘার হোটেলে ধর্ষণের অভিযোগ। সমুদ্র দেখার নাম করে বান্ধবীকে নিয়ে যান এক যুবক। সেখানেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
দিঘা : রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ। মাটিয়া, হাঁসখালি, পিংলার ঘটনার পরই একই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হল পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দিঘায় সমুদ্র দেখানোর নাম করে নিয়ে গিয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। দিঘার একটি হোটেলে সেই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তাঁকে বন্ধ বলে বিশ্বাস করেই ওই পড়ুয়া গিয়েছিল বলে জানা গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পদ্মপুকুরিয়া এলাকার বাসিন্দা ওই পড়ুয়া কাঁথি থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে কাঁথি মহিলা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম রাজীব কামিলা। তাঁর বাড়ি মারিশদা থানার বলাগেড়িয়া গ্রামে। অভিযুক্ত যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁর জামিন নাকচ করে দিয়েছেন। ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর মারিশদা থানার বলাগেড়িয়া গ্রামের বাসিন্দা রাজীব কামিলার সঙ্গে কাঁথির পদ্মপুকুরিয়া এলাকায় উচ্চমাধ্যমিক ছাত্রীর আলাপ হয় ফেসবুকে। এরপর ওই ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয় যুবককে। বান্ধবীকে দিঘার সমুদ্র দেখানোর প্রতিশ্রুতি দেযন রাজীব।
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বন্ধুর সঙ্গে দিঘার সমুদ্রে আনন্দ করার জন্য পরিবারের সদস্যদের কোনও কিছু না জানিয়েই রওনা হয় ওই ছাত্রী। এরপর সৈকত নগরী দিঘায় নিয়ে গিয়ে বান্ধবীকে নিয়ে একটি হোটেলে ওঠেন রাজীব। সেখানে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যদের সব কথা জানায় ওই ছাত্রী। সুবিচারের আশায় গত ১৯ শে জানুয়ারি কাঁথি মহিলা থানায় অভিযুক্ত বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কাঁথি মহিলা থানার পুলিশ। পুলিশ তদন্তে নামলে অভিযুক্ত রাজীব এলাকা ছেড়ে আত্মগোপন করে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে।