Photo Gallery: জল যন্ত্রণার মাঝে ভ্যাকসিন হয়রানি, নৌকা করে টিকা নিতে এসেও ফিরতে হল খালি হাতে!

Ghatal flood: ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। তার উপরে রয়েছে করোনা সংক্রমনের ভয়। তাই বন্যার জল পেরিয়েই মহাকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষরা ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন।

| Edited By: | Updated on: Sep 22, 2021 | 4:29 PM
অসীম বেরা: দুপুর থেকে বৃষ্টি কিছুটা ধরলেও ডিভিসি-র ছাড়া জলে যন্ত্রণায় পশ্চিম মেদিনীপুরের মানুষজন। সেই জলযন্ত্রণার মধ্যেই করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নিতে নৌকা চড়ে হাজির হয়েছিলেন টিকাকেন্দ্রে। কিন্তু এত কষ্টের পরও ফল মিলল না। মানুষদের উপচে পড়া ভিড়ে টিকা কেন্দ্রেই লঙ্ঘন হল করোনা বিধি। এমনকি নৌকোয় করে জল পেরিয়ে ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হল অনেককে।

অসীম বেরা: দুপুর থেকে বৃষ্টি কিছুটা ধরলেও ডিভিসি-র ছাড়া জলে যন্ত্রণায় পশ্চিম মেদিনীপুরের মানুষজন। সেই জলযন্ত্রণার মধ্যেই করোনা ভ্যাকসিন (Corona Vaccine) নিতে নৌকা চড়ে হাজির হয়েছিলেন টিকাকেন্দ্রে। কিন্তু এত কষ্টের পরও ফল মিলল না। মানুষদের উপচে পড়া ভিড়ে টিকা কেন্দ্রেই লঙ্ঘন হল করোনা বিধি। এমনকি নৌকোয় করে জল পেরিয়ে ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হল অনেককে।

1 / 5
টিকা না পেয়ে কারও মাথায় হাত, কেউ দীর্ঘক্ষণ লাইন দিয়েও টিকা না পেয়ে ফের বাড়ি ফিরে গেলেন নৌকা চেপে। বুধবার এমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে। এদিন সকাল দশটার আগে হাসপাতাল চত্বরে ভ্যাকসিন নিতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বন্যার জল পেরিয়ে নৌকোয় করে হাসপাতালে পৌঁছে যান তাঁরা।

টিকা না পেয়ে কারও মাথায় হাত, কেউ দীর্ঘক্ষণ লাইন দিয়েও টিকা না পেয়ে ফের বাড়ি ফিরে গেলেন নৌকা চেপে। বুধবার এমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে। এদিন সকাল দশটার আগে হাসপাতাল চত্বরে ভ্যাকসিন নিতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বন্যার জল পেরিয়ে নৌকোয় করে হাসপাতালে পৌঁছে যান তাঁরা।

2 / 5
কারও দরকার ভ্যাকসিনের প্রথম ডোজ, কেউ বা দ্বিতীয় ডোজের জন্য লাইন দিয়েছিলেন। প্রথম ডোজ ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ। এদিকে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। তার উপরে রয়েছে করোনা সংক্রমনের ভয়। তাই বন্যার জল পেরিয়েই মহাকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষরা ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন।

কারও দরকার ভ্যাকসিনের প্রথম ডোজ, কেউ বা দ্বিতীয় ডোজের জন্য লাইন দিয়েছিলেন। প্রথম ডোজ ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ। এদিকে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। তার উপরে রয়েছে করোনা সংক্রমনের ভয়। তাই বন্যার জল পেরিয়েই মহাকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা মানুষরা ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফুঁসছেন।

3 / 5
যদিও হাসপাতাল সূত্রে খবর এদিন ঘাটাল মহকুমা হাসপাতালের দ্বিতীয় ভ্যাকসিনেশন দেওয়া হবে ৩৫০ জনকে। ৪৫ বছর উর্ধ্বে ৭৫ জনকে। এবং ৭৫ জন শিশু সন্তানের মাকে ভ্যাকসিন দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে ভ্যাকসিন পাবেন না শুনে বৃষ্টি মাথায় করে মুখ কালো করে আবার রাস্তায় নৌকা ভাসিয়ে বাড়ি ফিরলেন বহু মানুষ।

যদিও হাসপাতাল সূত্রে খবর এদিন ঘাটাল মহকুমা হাসপাতালের দ্বিতীয় ভ্যাকসিনেশন দেওয়া হবে ৩৫০ জনকে। ৪৫ বছর উর্ধ্বে ৭৫ জনকে। এবং ৭৫ জন শিশু সন্তানের মাকে ভ্যাকসিন দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে ভ্যাকসিন পাবেন না শুনে বৃষ্টি মাথায় করে মুখ কালো করে আবার রাস্তায় নৌকা ভাসিয়ে বাড়ি ফিরলেন বহু মানুষ।

4 / 5
ত্রাণ পৌঁছে যাচ্ছে সুন্দরবনে

ত্রাণ পৌঁছে যাচ্ছে সুন্দরবনে

5 / 5
Follow Us: