Self Help Group:’নিজেকে বিক্রি করে টাকা শোধ করবেন’, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অশালীন মন্তব্যের অভিযোগ ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে
Burdwan Case: জানা গিয়েছে, স্বনির্ভর করার লক্ষে পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠী।
বর্ধমান: “নিজেকে বিক্রি করে টাকা শোধ করবেন।” ঋণ কিস্তি সময় মতো না দিতে পারায় এমন অশালীন মন্তব্য শুনতে হয়েছে বলে দাবি করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ এক গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে। এই ঘটনায় বিডিওর সামনে তুমুল বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঘটনাটি বর্ধমানের মঙ্গলকোটে।
কাশেমনগরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু করোনাকালে ব্যবসা মন্দা চলায় ঋণের কিস্তি ঠিক মতো দিতে পারেননি তাঁরা। তাঁদের দাবি, ধীরে ধীরে সেই ঋণের কিস্তি শোধ করছেন। তবে ব্যাঙ্কের তরফে কোনও সহযোগিতা পাননি। এমনকী ঋণের কিস্তি দেওয়ার সময় মহিলাদেরকে অশালীন আচরণ করেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার শ্যামাশিস হাজরা।
যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ওই ব্যাঙ্কের ম্যানেজার। TV9 বাংলাকে ওই ব্যাঙ্কের ম্যানেজার শ্যামাশিস হাজরা জানান, এই অভিযোগ একদমই মিথ্যে। ওই গ্রুপের মহিলাদের অভিযোগ নয়। তাঁদেরকে বলানো হচ্ছে। এর পিছনে আছে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার অরুণা সরকার নামে এক মহিলা। ম্যানেজারের আরও দাবি, “আমি যখন ওখানে জয়েন করেছিলাম, ৮০ শতাংশ অনাদায়ী ঋণ ছিল। এ জন্য গ্রুপের মেয়েদের দোষ নয়। টাকা পয়সার বিনিময়ো ঋণ দেওয়া হয়েছে। এবং তাঁদেরকে বলা হয়েছে, এত টাকা দিলে আর ঋণ দিতে হবে না।”
যদিও ব্যাঙ্ক কর্মীদের অশালীন আচরণের প্রতিবাদে শুক্রবার মঙ্গলকোট ব্লক ডেভেলপমেন্টের সামনে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলা। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। ব্লক ডেভেলপমেন্ট অফিসার জগদীশচন্দ্র বারুই জানান, অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয়টিকে খতিয়ে দেখা হবে।