Purbo Burdwan: অধ্যাপক ও শিক্ষাকর্মীর মধ্যে বচসা, অসুস্থ ২

Purbo Burdwan: সেই বিষয়ে শিক্ষিকারা গতকালের দায়িত্বে থাকা টিআইসি অনুপম গড়াইকে সমস্ত বিষয়টি জানান। শুক্রবার অধ্যক্ষের ঘরে অধ্যাপক অনুপম গড়াই শিক্ষাকর্মী সমীর দের সামনে গোটা বিষয়টি অধ্যক্ষকে জানাচ্ছিলেন

Purbo Burdwan:  অধ্যাপক ও শিক্ষাকর্মীর মধ্যে বচসা, অসুস্থ ২
অধ্যাপক ও শিক্ষাকর্মীর মধ্যে বচসাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 10:11 AM

পূর্ব বর্ধমান: অধ্যাপক ও শিক্ষাকর্মীর মধ্যে তুমুল বাগবিতণ্ডার জেরে অসুস্থ দুই। অধ্যাপক অনুপম গড়াই ও শিক্ষাকর্মী সমীর কুমার দে দু’জনকেই অসুস্থ অবস্থায় মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সমীর কুমার দেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার অশান্তির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি কলেজে। কলেজের শিক্ষিকাদের অভিযোগ, শুক্রবার তাঁরা যখন কলেজে এসেছিলেন তখন কলেজের শিক্ষাকর্মী মুকেশ শর্মা তাঁদের হুমকি দেন। অভিযোগ, মুকেশ নাকি বলেছিলেন, “প্রিন্সিপালের লোক যাঁরা, তাঁদের লাশ ফেলে দেব।” শিক্ষিকারা আরও বলেন,  “প্রিন্সিপালের যারা কাছে থাকেন তাদের নাম বাড়ির ঠিকানা সব দলীয় অফিসে পাঠানো হবে।”

সেই বিষয়ে শিক্ষিকারা শুক্রবার দায়িত্বে থাকা টিআইসি অনুপম গড়াইকে সমস্ত বিষয়টি জানান। শুক্রবার অধ্যক্ষের ঘরে অধ্যাপক অনুপম গড়াই শিক্ষাকর্মী সমীর দে’র সামনে গোটা বিষয়টি অধ্যক্ষকে জানাচ্ছিলেন। তখনই সমীর ও অনুপম গড়ার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার মধ্যে দু’জনেই অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ সমীর কুমার দে অভিযোগ করেন, ঠআমার পেনশন বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে প্রিন্সিপালের পক্ষ থেকে।” যদিও এই ঘটনায় একে অপরের উপর ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

গোটা বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “কিছু কথার অসঙ্গতির জন্যই এই ধরনের সমস্যা হয়েছে। কথা বলতে বলতেই দু’জনে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। আমরা দু’জনকে চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। আর আমার উপরে পেনশন বন্ধ করার যে অভিযোগ উঠেছে তার সম্পূর্ণ মিথ্যা কারণ পেনশন ওইভাবে কেউ কারও বন্ধ করতে পারে না।”