Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ, তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি

Abhijit Gangopadhyay: যদিও গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপি সরব হলেও সেসবে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল। স্পটতই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনায় শোরগোল জেলার রাজনৈতিক মহলে।

Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগ, তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি
প্রতিবাদে সরব বিজেপি Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 12:08 AM

তমলুক: তমলুক থেকে দাঁড়াতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জোর জল্পনা রাজনৈতিক মহলে। দলের তরফে খাতায়-কমলে সেরকম কিছু ঘোষণা করা না হলেও এদিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “জনগণের তাঁর প্রতি ভালবাসার জন্য দেওয়াল লিখন শুরু হয়েছে। তমলুক থেকে প্রার্থী হোন উনি, এই আগ্রহ প্রকাশ আমরা করেছি।” এদিকে এরইমধ্যে আবার এদিন সকালে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বিজেপির দেওয়াল লিখনের ছবিও সামনে আসে। লাগানো হয়েছে পোস্টার, ফেস্টুন। অভিযোগ, সকালে এগুলি লাগাতে না লাগাতেই ছিঁড়ে দেওয়া হয়েছে নানা প্রান্তে। তা নিয়েই সরগরম জেলার রাজনৈতিক হল। 

যদিও গোটা ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে বিজেপি সরব হলেও সেসবে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল। স্পটতই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তমলুকের গঠরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের পাশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিল বিজেপির উৎসাহিত কর্মীরা। সেটিও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

বিজেপির তমলুক মন্ডল ১ এর সভাপতি মধুসূদন মণ্ডল বলছেন, “আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি। ভারতীয় জনতা পার্টির সব পোস্টার, ফেস্টুনকে ছিঁড়ে দিয়েছে। আমাদের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল সেগুলিকেও ছিঁড়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়ে এসব করছে। রাতের অন্ধকারে চোরের মতো বিজেপির পতাকা, ব্যানার ছিঁড়ে দিচ্ছে।” 

বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে তমলুকের খারুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজকুমার পাঁজা বলছেন, “তৃণমূলের ছেলেরা এরকম নোংরা কাজ করে না। রাতের অন্ধকারে বিজেপির ছেলেরা ছিঁড়ে দিয়ে তৃণমূলের নামে বদনাম দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোনওদিন হারবে না। ওটা বুঝেই ওরা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।”