COVID-19 New Variant: রূপ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে, করোনার নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে ভীত WHO-ও

COVID-19 Mutation: গত ২৪ জুলাই প্রথমবার বিএ.২.৮৬ স্ট্রেইনের খোঁজ মেলে।  ১৭ অগস্ট তা 'ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং'-র তালিকাভুক্ত করা হয়।

COVID-19 New Variant: রূপ বদলাচ্ছে ক্ষণে ক্ষণে, করোনার নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে ভীত WHO-ও
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 4:45 PM

জেনেভা: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা। নতুন করে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই করোনার এক নতুন ভ্যারিয়েন্ট ইজি.৫.১ ভ্যারিয়েন্ট, যা এরিস (Eris) নামে পরিচিত, তা ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। ভারতেও খোঁজ মিলেছে এই নতুন ভ্য়ারিয়েন্টের। এরই মাঝে আরও উদ্বেগের খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। জানানো হল, খোঁজ মিলেছে করোনার আরও একটি নতুন ভ্যারিয়েন্টের। এই ভ্যারিয়েন্টের আবার একাধিক অভিযোজন বা মিউটেশন হয়েছে। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভ্যারিয়েন্টটির নাম বিএ.২.৮৬।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি দেশে বিএ.২.৮৬ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ভ্য়ারিয়েন্টটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য় জানা না গেলেও, ভ্যারিয়েন্টটির একাধিক মিউটেশন (Mutation) উদ্বেগ বাড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। করোনা আক্রান্তের রিপোর্ট, নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে।

জানা গিয়েছে, গত ২৪ জুলাই প্রথমবার বিএ.২.৮৬ স্ট্রেইনের খোঁজ মেলে।  ১৭ অগস্ট তা ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’-র তালিকাভুক্ত করা হয়। অন্যদিকে, মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফেও জানানো হয়েছে এই ভ্যারিয়েন্টের উপরে নজর রাখা হচ্ছে। আপাতত ইজরায়েল, ডেনমার্ক ও আমেরিকার কয়েকটি জায়গা থেকেই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে তিনটি ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’কে ট্রাক করছে এবং সাতটি ভ্যারিয়েন্ট নজরদারির অধীনে রয়েছে। গবেষকদের আশঙ্কা, এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনকী করোনার নতুন ঢেউও আছড়ে পড়তে পারে।