Budget 2022: প্রতি ঘরে যাবে নলের বিশুদ্ধ পানীয় জল, ৬০ হাজার কোটি বরাদ্দ বাজেটে

Budget 2022: হর ঘর নল সে জল নতুন কোনও প্রকল্প নয়। ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Budget 2022: প্রতি ঘরে যাবে নলের বিশুদ্ধ পানীয় জল, ৬০ হাজার কোটি বরাদ্দ বাজেটে
'হর ঘর নলসে জল' প্রকল্পে বরাদ্দ হল বাজেটে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 8:18 PM

নয়া দিল্লি: এবার প্রতি ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিল অর্থমন্ত্রক (Finance Ministry)। মঙ্গলবার বাজেট (Union Budget 2022) পর্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) বলেন, ‘হর ঘর নলসে জল’ (Har Ghar Nal se Jal Scheme) প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ৩.৮ কোটি পরিবার। প্রতি ঘরে নলবাহিত পানীয় জল প্রকল্পে ২০২২-২৩ অর্থবর্ষে ৩.৮ কোটি পরিবারের জন্য বিপুল বরাদ্দ করা হল। এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দরিদ্র এবং প্রান্তিক মানুষের উন্নয়ন সাধনে সবরকমভাবে নজর দিয়েছে সরকার। এমন সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা আবাসন, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং পানীয় জলের পরিষেবা প্রদান করেছে। প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই সফলতা এসেছে।

হর ঘর নল সে জল নতুন কোনও প্রকল্প নয়। ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জল জীবন মিশনের আওতাধীন এই প্রকল্পে ইতিমধ্যেই বহু মানুষ পরিষেবা পেয়েছেন বলেই দাবি কেন্দ্রের। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে ৮.৭ কোটির মধ্যে ইতিমধ্যেই গত দু’বছরে ৫.৫ কোটি পরিবারকে জল সরবরাহ করা হয়েছে।

একইসঙ্গে এদিন বাজেটে ঘোষণা করা হয় যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার এ ক্ষেত্রে রাজ্য সরকারগুলির সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে। গ্রাম এবং শহরাঞ্চলে মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য বাড়ি করে দিতেই এই প্রকল্প। এ ছাড়াও গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নকে পাখির চোখ করে মিশন শক্তি, মিশন বাৎসল্য, সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০-র মাধ্যমে মহিলা ও শিশুদের আরও বেশি সুযোগ-সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। ২ লক্ষ অঙ্গনওয়াড়িকে সক্ষম অঙ্গনওয়াড়িতে উন্নীত করা হবে।

আরও পড়ুন: Budget 2022: মান্যতা পায়নি একাধিক দাবি, বাজেটে ‘অখুশি’ আরএসএসের শ্রমিক সংগঠন

আরও পড়ুন: Budget 2022: ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে উল্লেখযোগ্য ৯ দিক, যা না জানলেই নয়…

আরও পড়ুন: Budget 2022: রাস্টি ব্রাউন শাড়িতে সুতোর কাজ, এবারও বাজেটে নজর কাড়ল নির্মলা সীতারামনের শাড়ি