Priyanka Chopra: গায়ের রং কালো, অস্বস্তিতে ভুগতেন প্রিয়াঙ্কা, মায়ের কাছে জানতে চাইতেন…
Priyanka Chopra: মাত্র ১৭ বছর বয়সে যখন সাহসী মডেলিংয়ে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা, তখন গর্ববোধ করেছিলেন মধু চোপড়া। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়ার নিজেকে নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়। বেশকিছু মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে দেখা যায় তাঁকে। যার মধ্যে অন্যতম হল তাঁর গায়ের রং।

প্রিয়াঙ্কা চোপড়া, ছোট থেকেই অভিনয় করতে চেয়েছিলেন তিনি, পরিবারের কেউ ছিলেন তাঁর পাশে কেউ আবার চাননি তিনি এই পেশায় আসুক। তবে তাঁর মা তাঁকে সর্বদাই সমর্থন করে। মধু চোপড়া প্রিয়াঙ্কার প্রতিটা স্বপ্ন কি সত্যি করতে মেয়ের পাশে থেকেছেন। তাই মাত্র ১৭ বছর বয়সে যখন সাহসী মডেলিংয়ে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা, তখন গর্ববোধ করেছিলেন মধু চোপড়া। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়ার নিজেকে নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়। বেশকিছু মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে দেখা যায় তাঁকে। যার মধ্যে অন্যতম হল তাঁর গায়ের রং। প্রিয়াঙ্কা চোপড়া, নিজের গায়ের রং চাপা হওয়ার কারণে একটা সময় বেশ মন খারাপ করতেন। নিজেই একবার তাঁর মাকে প্রশ্ন করেছিলেন ‘অন্যান্যদের গায়ের রং এত ফর্সা, আমি কেন কালো?’
প্রিয়াঙ্কা চোপড়ার এই প্রশ্নের উত্তর হয় না। কারণ তিনি নিজের জীবন দিয়েই প্রমাণ করেছেন ট্যালেন্টই আসল। তবে সাদা কালো লম্বা বেঁটে মোটা রোগা এসব কিছুর ঊর্ধ্বে যে কেবল অভিনয় গুণ, দিন দিন ইন্ডাস্ট্রিতে প্রমাণ করে দিয়েছে। এখন অভিনেত্রী হতে গেলে তথাকথিত সংজ্ঞা মেনে একজনকে তৈরি হতে হয় না। লম্বা ফিগার টোন্ট বডি এই নিয়ে বর্তমানে অভিনয় জগতে টিকে থাকাটা বেশ কঠিন। কারণ দিন দিন পাল্টেছে চিত্রনাট্যের ধরন, দিন দিন পাল্টেছে দর্শকদের স্বাদ এখন ভাল অভিনয়ের খোঁজ করে থাকেন সকলে। আর তাই অভিনয়ের ধার যার মধ্যে রয়েছে দর্শক দরবারে কদর কেবল তারই বর্তমান। যে প্রিয়াঙ্কা চোপড়া একবার নিজের ভবিষ্য নিয়ে সংশয়ে পড়েছিলেন তিনি আজ দাপটের সঙ্গে কাজ করছেন তিনি নিজেই তো প্রমাণ।





