জন্মদিন আসছে, এ বছর কীভাবে সেলিব্রেট করবেন সলমন?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 16, 2020 | 3:21 PM

পরিস্থিতি স্বাভাবিক হলে পরের বছর ফের আগের নিয়মেই জন্মদিন সেলিব্রেট করবেন বলে জানিয়েছেন অভিনেতা।

জন্মদিন আসছে, এ বছর কীভাবে সেলিব্রেট করবেন সলমন?
সলমন খান।

Follow Us

বলিউডে (Bollywood) যদি এমন কোনও তারকা থাকেন, যাঁর জন্মদিন অনুরাগীদের কাছে উৎসবের মতো, তাহলে সেই তালিকার অন্যতম নাম সলমন খান (Salman Khan)। প্রতি বছর জন্মদিনে মুম্বইয়ের বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন ভাইজান। কেক কাটা বা সেলিব্রেশন চলে পারিবারিক গন্ডিতে। আবার ইন্ডাস্ট্রির জন্যও আলাদা পার্টির ব্যবস্থা থাকে। কিন্তু চলতি বছরে অতিমারির পরিস্থিতিতেও কি এভাবেই জন্মদিন পালন করা সম্ভব?

আগামী ২৭ ডিসেম্বর সলমনের জন্মদিন। তার দিন দশেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু এই বছর পরিস্থিতি একেবারেই আলাদা। তাই জন্মদিনের পরিকল্পনাও বদলে ফেলেছেন সল্লু মিঞা। এবার নাকি তিনি নিজেকে সময় দিতে চান।

আরও পড়ুন, বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে কী কী করলেন তৃণা?

বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত সলমন। ছবির নাম ‘অন্তিম’। মহেশ মঞ্জরেকার পরিচালিত এই ছবিতে এক শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। দিন কয়েক আগে ছবিতে সলমনের লুকও প্রকাশ হয়েছিল। শোনা যাচ্ছে, এবার জন্মদিনের আগে থেকে কয়েকদিনের ছুটি নিচ্ছেন নায়ক। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। ছবি তো বটেই, টেলিভিশন বা বিজ্ঞাপনের কাজও করবেন না। ওই সময়টা পানভেল ফার্ম হাউজে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে চলে যাবেন সলমন। লকডাউনের বেশিরভাগ সময় এই ফার্মহাউসেই সময় কাটিয়েছিলেন তিনি। এবার জন্মদিনটাও সেখানেই কাটাতে চান।

আরও পড়ুন, কষ্ট পাচ্ছেন তাপসী পান্নু! তার আসল কারণ জানেন?

কোনও পার্টি নয়। শুটিংয়ে সহশিল্পীদের আয়োজন করা কোনও কেক কাটিং নয়। সবার আগে সকলের সুস্থতা কামনা করেছেন সলমন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরের বছর ফের আগের নিয়মেই জন্মদিন সেলিব্রেট করবেন বলে জানিয়েছেন অভিনেতা।

Next Article