Omicron Live Updates: করোনায় আক্রান্ত জে পি নাড্ডা, রয়েছেন হোম আইসোলেশনে

| Edited By: | Updated on: Jan 10, 2022 | 11:45 PM

COVID19: সোমবার থেকে বয়স্করা ভ্যাকসিনের তিন নম্বর ডোজ় পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের সঙ্গে সঙ্গে করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হচ্ছে।

Omicron Live Updates: করোনায় আক্রান্ত জে পি নাড্ডা, রয়েছেন হোম আইসোলেশনে
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ফাইল ছবি

নয়া দিল্লি: দেশে ক্রমবর্ধমান করোনা গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৩.২৯ শতাংশ। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪০৩৩ পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত ১২১৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান ও তৃতীয় স্থানে দিল্লি।

অন্যদিকে সোমবার থেকেই দেশে চালু হচ্ছে বুস্টার ডোজ় প্রদান। সোমবার থেকে বয়স্করা ভ্যাকসিনের তিন নম্বর ডোজ় পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের সঙ্গে সঙ্গে করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হচ্ছে।

বঙ্গে, এক লাফে কোভিড সংক্রমণ ২৪ হাজার  ছাড়িয়ে গেল।  রবিবার স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতাতেও বেলাগাম করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭১২ জন সংক্রমিত হয়েছেন। নমুনা পরীক্ষা বাড়তেই হু হু করে বাড়ছে করোনার গ্রাফ। রবিবার প্রায় ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। সম্ভবত এত সংখ্যক নমুনা পরীক্ষা এর আগে হয়নি।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮ হাজার ৭১২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ২১৩ জন। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছেন ৭১ হাজার ৬৬৪। দৈনিক পজিটিভিটি রেটও বেড়েছে পাল্লা দিয়ে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ।

দেখুন করোনা সংক্রান্ত সব আপডেট একনজরে

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 Jan 2022 11:43 PM (IST)

    ‘হাসপাতালে রোগী ভর্তির হার ৫-১০ শতাংশ, তবে পরিস্থিতি বদলাতে সময় লাগবে না’

    Delhi Hospital

    ওমিক্রনকে কেন ভয় পাওয়া দরকার?

    ডেল্টার (Delta) তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকটাই কম তুলনামূলকভাবে। করোনার তৃতীয় ঢেউয়ে ভারতে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তির হার ৫-১০ শতাংশ। সোমবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। তবে একইসঙ্গে দেশবাসীকে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এই পরিসংখ্যান এবং বর্তমান করোনা পরিস্থিতি “গতিশীল” এবং প্রতি মুহূর্তে বিকশিত হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তির এই প্রয়োজনীয়তা দ্রুত পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য, এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, সরকারি পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে ভর্তির হার ছিল ২০-৩০ শতাংশের মধ্যে।

    আরও পড়ুন : COVID 19 Hospitalization : ‘হাসপাতালে রোগী ভর্তির হার ৫-১০ শতাংশ, তবে পরিস্থিতি বদলাতে সময় লাগবে না’

  • 10 Jan 2022 11:41 PM (IST)

    উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা নয়, নয়া উপদেশাবলী জারি আইসিএমআরের

    ICMR Guidelines

    টিকাকরণ সংক্রান্ত আইসিএমআরের নয়া উপদেশাবলী। ছবি:PTI

    দেশে করোনা (COVID 19) সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) দেশে কোভিড পরীক্ষার জন্য এক সংশোধিত এবং নতুন উপদেশাবলী নিয়ে এসেছে। নতুন উপদেশাবলীতে বলা হয়েছে, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসবেন, তাঁদের বয়স বা কোমর্বিডিটির ভিত্তিতে যদি তেমন ঝুঁকি না থাকে, তাহলে তাঁদের করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই।

    সোমবার আইসিএমআরের তরফে করোনা পরীক্ষা সংক্রান্ত যে উপদেশাবলী জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে, তাঁদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বয়স্কদের (৬০ বছরের বেশি বয়সি) এবং এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য কোভিড পরীক্ষা করাতে হবে।

    আরও পড়ুন : ICMR Advisory on COVID Testing: উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা নয়, নয়া উপদেশাবলী জারি আইসিএমআরের

  • 10 Jan 2022 11:38 PM (IST)

    জোড়া ডোজ় থাকলেও লাগবে আরটি-পিসিআর রিপোর্ট, সিকিমে যেতে হলে নতুন নিয়ম

    sikkim

    আরটিপিসিআর ছাড়া ঢোকা যাবে না সিকিমে (ফাইল ছবি)

    সিকিমে প্রবেশ করতে গেলে রংপো বা মেলি -এই দুই চেকপোস্টে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে সিকিমে প্রবেশের ৭২ ঘণ্টা আগে। তার আগের রিপোর্ট গণ্য করা হবে না। এর পাশাপাশি পাকিয়ং বিমান বন্দর এবং সমস্ত চেক পোস্টগুলিতে ব়্যাপিড টেস্ট করানো হবে সিকিমের স্বাস্থ্য দফতরের তরফে। এ ক্ষেত্রে যদি কারও করোনা টিকার জোড়া ডোজ় থাকে, তাহলেও তাঁকে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট অবশ্যই দেখাতে হবে। অন্যথায় প্রবেশ করতে দেওয়া হবে না সিকিমে।

  • 10 Jan 2022 09:09 PM (IST)

    করোনায় আক্রান্ত জে পি নাড্ডা

    করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

  • 10 Jan 2022 04:31 PM (IST)

    করোনায় কাবু চিকিৎসকরাও, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে এমবিবিএস ও নার্সিং পড়ুয়াদের ময়দানে নামাতে চায় কেন্দ্র

    Hospital

    স্বাস্থ্য পরিকাঠামো স্বাভাবিক রাখতে বিকল্প পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। ছবি- প্রতীকী চিত্র

    দেশের করোনা গ্রাফ (COVID 19) ক্রমেই ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়িয়েছে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের একটি বড় অংশের মধ্যেও। রোগী পরিষেবার উপর একটি চাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এমবিবিএস (MBBS) এবং বিএসসি নার্সিং (BSc Nursing) পড়ুয়াদের ময়দানে নামানোর নির্দেশ দিল কেন্দ্র।

    কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এমবিবিএস চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের বর্তমান পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নামানো হোক। এর পাশাপাশি বিএসসি নার্সিংয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদেরও এই অতিমারি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামানো যেতে পারে বলেও জানিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে নার্সিংয়ের যাঁরা এমএসসি পড়ছেন, তাঁদেরও প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের পরিষেবা স্বাভাবিক রাখতে ব্যবহার করা যেতে পারে বলে মত কেন্দ্রের। সোমবার কেন্দ্রের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলিকে।

    আরও পড়ুন : Staff crunch in Hospitals: করোনায় কাবু চিকিৎসকরাও, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে এমবিবিএস ও নার্সিং পড়ুয়াদের ময়দানে নামাতে চায় কেন্দ্র

  • 10 Jan 2022 04:22 PM (IST)

    করোনা আক্রান্ত রাজনাথ সিং

    করোনা আক্রান্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের আলাদা করে রাখেন ও করোনা পরীক্ষা করান।

  • 10 Jan 2022 10:32 AM (IST)

    কোভিড-কাঁটা! বরানগর পুরএলাকায় চালু আংশিক লকডাউন

    baranagar municipality

    বরানগর পুরসভা, নিজস্ব চিত্র

    উত্তর ২৪ পরগনা: বরানগর পৌরসভা এবং বরানগর থানার যৌথ উদ‍্যোগে আপাতত ১৫ দিনের জন‍্য প্রতি সোমবার, বুধবার, শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলি সমস্ত বাজার এবং বাজার সংলগ্ন পাশ্ববর্তী বাজারও ( সবজি, মাছ, মাংস এবং ফলের বাজার ) বন্ধ থাকবে। মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামিকাল থেকে বাজার কমিটি গুলো-সহ বরানগর থানা এবং পৌরসভা ব‍্যাপকভাবে মাইকিং-এ জোর দেওয়া হবে।

  • 10 Jan 2022 10:30 AM (IST)

    গঙ্গাসাগরে ‘মেলা’ চ্যালেঞ্জ , ই-স্নানে বুকিং সংখ্যা প্রায় ৬০ হাজার

    Gangasagar Mela

    গঙ্গাসাগর মেলা (ফাইল ছবি)

    কলকাতা ও গঙ্গাসাগর: রাজ্যে লাফিয়ে বাড়ছে  করোনা গ্রাফ। ক্রমশ উদ্বেগজনক পরিস্থিতিতে গঙ্গাসাগরে মেলাকে কেন্দ্র করে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছেে না। এই পরিস্থিতিতে জেলাশাসক জানালেন ই-স্নানে বুকিং সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত ই-স্নানে বুকিং সংখ্যা প্রায় ৬০ হাজার। মূলত, কোভিড পরিস্থিতি প্রতিহত করতেই ই-স্নানে জোর দিয়েছিল প্রশাসন।

    বিস্তারিত পড়ুন: Gangasagar Mela 2022: গঙ্গাসাগরে ‘মেলা’ চ্যালেঞ্জ , ই-স্নানে বুকিং সংখ্যা প্রায় ৬০ হাজার

  • 10 Jan 2022 10:27 AM (IST)

    বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা, কার্যকর হবে কঠোর আইসোলেশন পলিসি

    ছবিটি প্রতীকী

    নয়া দিল্লি: করোনার নয়া ভেরিয়েন্টের দৌরাত্ম্যে আপাতত আতঙ্কে রয়েছে গোটা দেশ। তারমধ্যে ওমিক্রনকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক। সরকারি রিপোর্ট অনুসারে, এই নয়া নির্দেশিকাগুলি আগামী ১১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। নিয়মমাফিক ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত বা ট্রানজিট করা যাত্রীরা দেশে প্রবেশ করার পরই কোভিড টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা যে কোনও যাত্রী বা পর্যটকের কোভিড পজিটিভ ধরা পড়লে তাঁকে কঠোরভাবে আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন: বিদেশি পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা, কার্যকর হবে কঠোর আইসোলেশন পলিসি

  • 10 Jan 2022 10:24 AM (IST)

    ‘শাসক দলের করোনা হয় না!’ মাস্ক ছাড়াই ঘুরে বেড়ালেন এগরার বিধায়ক

    TMC MLA

    সেই ভাইরাল ছবি, নিজস্ব চিত্র

    পূর্ব মেদিনীপুর:  ‘আপনি কি ঘাসফুল শিবিরের লোক? তা হলেই ছাড় । করোনা আপনাকে ধরবে না’ অন্তত এমনটাই মন্তব্য বিরোধী শিবিরের। কারণ? এলাকার তৃণমূল বিধায়কের কীর্তিকলাপ! মাস্ক ছাড়াই অরক্ষিত মুখে নিজের সঙ্গীদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি। যা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়।

    সূত্রের খবর, রবিবার দুপুরে ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় রাজবাড়ী এলাকায় পরিদর্শনে গিয়ে ছিলেন বিধায়ক তরুণ কুমার মাইতি। বিধায়ক ছাড়াও সঙ্গে ছিলেন ভগবানপুর ১ ব্লকের বিডিও বিশ্বজিৎ মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি-সহ অন্যান্যরা। পরিদর্শনের ছবি বিধায়ক ফেসবুক পেজেও শেয়ার করেন বলে বিজেপি নেতৃত্বদের দাবি।  এদিকে, পরিদর্শনে গিয়ে অধিকাংশের মুখে ছিল না কোন মাস্ক। দেখা যায়নি কোভিডবিধিও। বিধায়কের  সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল!

  • 10 Jan 2022 10:23 AM (IST)

    ভক্তদের জন্য দুঃসংবাদ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কামারপুকুর মঠ

    Kamarpukur Math

    কামারপুকুর মঠ, নিজস্ব চিত্র

    হুগলি: ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের জেরে  অনিদিষ্টকালের জন্য কামারপুকুর মঠ ও মিশন বন্ধ করে দেওয়া হল। সেই মর্মে পূণ্যার্থীদের প্রবেশ বন্ধের নোটিস জারি করলেন মঠ ও মিশন কর্তৃপক্ষ। ১০ জানুয়ারি সোমবার থেকেই এই নোটিশ কার্যকর হচ্ছে। অর্থাৎ সোমবার থেকে করোনা পরিস্থিতির জন্য কামারপুকুর মঠ ও মিশনে ভক্তদের দর্শন ও মন্দিরে প্রবেশ বন্ধ থাকবে। মঠের এই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতি অনুকূল হলে দর্শনের দিন জানানো হবে। যত দিন না পর্যন্ত পরিস্থতি নিয়ন্ত্রণে আসছে ততদিন পর্যন্ত মঠ বন্ধই থাকছে।

  • 10 Jan 2022 10:22 AM (IST)

    সোমবার থেকে শুরু বুস্টার ডোজ়, গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানুন

    no guideline for booster dose as of now, Health Ministry told Delhi High Court

    নয়া দিল্লি : নতুন বছরের শুরুতেই ছোটদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এবার টিকাকরণের আরও এক নতুন পর্যায় শুরু হচ্ছে। সোমবার থেকে দেশ জুড়ে শুরু বুস্টার ডোজ় বা প্রিকশন ডোজ় দেওয়ার পর্ব। গত বছরের শেষে করোনার ভ্যাকসিনের এই তৃতীয় ডোজ় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সেই প্রক্রিয়া।

    বিস্তারিত পড়ুন: Booster Dose: সোমবার থেকে শুরু বুস্টার ডোজ়, গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানুন

  • 10 Jan 2022 10:19 AM (IST)

    বিপদ যখন কোভিড! সোমবারই ৫ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাণ্ডব্য

    Mansukh Mandaviya

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নিজস্ব চিত্র

    নয়াদিল্লি: দেশে উদ্বেগজনক করোনা সংক্রমণ। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, কীভাবেই বা ভোটমুখী রাজ্যগুলিতে করোনা মোকাবিলা করতে পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সোমবারই, পশ্চিমের পাঁচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ওই পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে, রাজস্থান, গোয়া, গুজরাত, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ।

Published On - Jan 10,2022 10:15 AM

Follow Us: