Delhi Power Crisis: ঘুটঘুটে অন্ধকার রাজধানীতে, ‘ভুল তথ্য’ নিয়ে রাজ্যকেই দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী
Delhi Power Crisis: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকার বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভুল তথ্য পরিবেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
![Delhi Power Crisis: ঘুটঘুটে অন্ধকার রাজধানীতে, 'ভুল তথ্য' নিয়ে রাজ্যকেই দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী Delhi Power Crisis: ঘুটঘুটে অন্ধকার রাজধানীতে, 'ভুল তথ্য' নিয়ে রাজ্যকেই দুষলেন কেন্দ্রীয় মন্ত্রী](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/05/power-grid.jpg?w=1280)
নয়া দিল্লি: অন্ধকারে ডুবে গিয়েছে দেশের রাজধানী। কয়লা সঙ্কটের (Coal Crisis) জেরে দিল্লি(Delhi)-তে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে যেখানে কেন্দ্রের কাছে অতিরিক্ত কয়লার জোগানের জন্য আবেদন জানানো হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং (RK Singh) রাজ্য সরকারের পেশ করা ভুল তথ্যই তুলে ধরলেন। রবিবার তিনি বলেন, “বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দিয়ে বাসিন্দাদের বিভ্রান্ত করছে রাজ্য সরকার।”
বিগত এক সপ্তাহ ধরে চরম পর্যায়ে পৌঁছেছে দিল্লির বিদ্যুৎ সঙ্কট। রাজ্যের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার জোগান ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এর জেরে লাগাতার লোডশেডিংয়ের মতো সমস্যায় পড়তে হচ্ছে দিল্লিবাসীকে। গত সপ্তাহে দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দর জৈন কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়ে পর্যাপ্ত পরিমাণ কয়লা সরবরাহের আবেদন জানিয়েছিলেন। এবার সেই চিঠিরই পাল্টা জবাব দিয়ে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী আরকে সিং। সূত্রের খবর, ওই চিঠিতে রাজ্য সরকারের দেওয়া তথ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, দিল্লি সরকারের তরফে কয়লা সরবরাহ ও মজুত নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা ভুল।
কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিতে বলেছেন, ২৯ এপ্রিলের তথ্য অনুযায়ী দাদরি প্ল্যান্টে ২০২.৪০ হাজার টন কয়লা মজুত রয়েছে, যা সাড়ে আটদিন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। একইভাবে উনচাহার প্ল্যান্টেও ৯৭.৬২ হাজার টন কয়লা মজুত রয়েছে। চাহিদা অনুযায়ী এই কয়লা দিয়ে সাড়ে চারদিন অবধি বিদ্যুৎ সরবরাহ সম্ভব। কাহালগাঁও প্ল্যান্টে ১৮৭ হাজার টন কয়লা মজুত রয়েছে, যা সাড়ে পাঁচদিনের জন্য পর্যাপ্ত। ফারাক্কা বিদ্যুৎ কেন্দ্র ও ঝাজ্জর বিদ্যুৎ কেন্দ্রেও যথাক্রমে সাড়ে আটদিন ও আটদিনের মতো পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, দিল্লি ও আশেপাশের এলাকায় যে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেখানে পাঁচ থেকে আটদিনের মতো পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। এনটিপিসি-র তরফে দাদরি ও উনচাহার বিদ্যুৎ কেন্দ্রের ১০০ শতাংশ কয়লা মজুত থাকার কথা জানানো হয়েছে। মন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফে ভুল তথ্য পরিবেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগে ২০২১ সালেও একইভাবে আতঙ্ক তৈরি করা হয়েছিল বলে তিনি জানান।
আরও পড়ুন: PM Modi Europe Visit: বছরের প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী, বিশেষ নজর ইউক্রেন পরিস্থিতিতেও
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)