মমতার দিল্লি সফরের সময়ই সদলবলে রাষ্ট্রপতির দরবারে শুভেন্দু

Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে রাজনৈতিক সক্রিয়তা বাড়াতে তৎপর, তখন বিজেপিও তা রুখতে আপ্রাণ চেষ্টা চালাবে।

মমতার দিল্লি সফরের সময়ই সদলবলে রাষ্ট্রপতির দরবারে শুভেন্দু
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2021 | 4:59 PM

কলকাতা: জুলাইয়ের শেষেই দিল্লি সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, সেই সময়ই দিল্লিতে যাবেন বাংলার বিজেপি বিধায়করাও। ভোট পরবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতেই বিজেপি বিধায়কদের এই রাজধানী সফর বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা ভোটের ফলাফল সর্বভারতীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্যের বাতাবরণ তৈরি করেছে। বিশেষ করে ২০২৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী যে ‘জোট’, তাতে গুরুত্বপূর্ণ মুখ হিসাবে উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক বিশেষজ্ঞরা সবসময়ই বলেন, রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি হল, তিনি খুব সহজে এক ছাতার তলায় মানুষকে এনে ফেলতে পারেন। একুশের বিধানসভার ভোটে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও তাই ঘাসফুলকে উপড়াতে পারেনি। সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতেও মমতার উপর ভরসা রাখছে বিভিন্ন আঞ্চলিক ও সর্বভারতীয় দলগুলি।

এর মধ্যে শোনা যাচ্ছে দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বিরোধী দলের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করার কথাও শোনা যাচ্ছে। অর্থাৎ মমতার এই দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় বিজেপি সিদ্ধান্ত নিয়েছে দিল্লি যাওয়ার। মূলত তাঁরা দু’টি বিষয় নিয়ে কথা বলতেই রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন বলে সূত্রের খবর।

এক, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা নিয়ে আপত্তি। যা নিয়ে বিজেপি সমস্ত রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের চিঠি পাঠাচ্ছে বলে খবর। লোকসভার অধ্যক্ষকেও চিঠি দেবে তারা। দেখা করবে রাষ্ট্রপতির সঙ্গে। অন্যদিকে ভোট পরবর্তী বাংলার আইন শৃঙ্খলা নিয়েও কথা বলবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে রাজনৈতিক সক্রিয়তা বাড়াতে তৎপর, তখন বিজেপিও তা রুখতে আপ্রাণ চেষ্টা চালাবে। তারই প্রথম পদক্ষেপ হিসাবে মমতার দিল্লি সফরের সময়কেই রাজধানী সফরের সময় হিসাবে বেছে নেওয়া বঙ্গ বিজেপি বিধায়কদের।  আরও পড়ুন: ২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ, অ্যাডমিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের

COVID third Wave