বলেছিলেন ‘হাঁপিয়ে যাচ্ছি’, আজ ফেসবুক থেকে বিদায় নেওয়ার কথা বললেন বিধায়ক

Manoranjan Bapari: মানুষের যন্ত্রণায় শ্বাসরুদ্ধ হয়ে আসছে তাঁর। এমনটাই জানিয়েছিলেন ফেসবুক পোস্টে। তাঁর সেই বার্তার ভুল ব্যাখা করা হচ্ছে বলেই দাবি বিধায়কের।

বলেছিলেন 'হাঁপিয়ে যাচ্ছি', আজ ফেসবুক থেকে বিদায় নেওয়ার কথা বললেন বিধায়ক
ছবি- ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 3:30 PM

প্রদীপ্তকান্তি ঘোষ: ফেসবুক পোস্ট করে শিরোনামে এসেছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারী লিখেছিলেন, ‘মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি।’ এ বার ফেসবুক থেকে বিদায় নেওয়ার কথা জানালেন তিনি। তাঁর দাবি, তাঁর ‘সহজ সরল ভাষা ভাবনাকে বাঁকিয়ে দুমড়ে মুচড়ে একটা অন্য রূপ দিয়ে মা মাটি মানুষের জনপ্রিয় সরকারকে বদনাম’ করতে চাওয়া হচ্ছে। তাই আপাতত লেখা বা সংবাদমাধ্যমের সাক্ষাৎকার বন্ধ করে শুধুই কাজ করতে চান তিনি।

রাজনীতিতে দমবন্ধ হয়ে আসার ভিন্ন অর্থ খুঁজেছিলেন অনেকেই। বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই কেন এত কষ্টে আছেন বিধায়ক, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বিধায়কের দাবি, তাঁর ওই ফেসবুক পোস্টটি নেহাতই মানবিক। এর মধ্যে রাজনৈতিক কোনও জল্পনার ইঙ্গিত নেই। তাই আপাতত ফেসবুক পোস্টে কিছু লিখতে চান না তিনি। মুখ খুলবেন না সংবাদমাধ্যমের সামনেও।


তাঁর দাবি, কিছু মানুষ ইচ্ছাকৃত তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি লিখেছেন, ‘বিপুল জনাদেশ নিয়ে আসা তৃণমূল দলটাকে যেমন সহ্য করতে পারছে না। আমাকেও তেমনই সহ্য করতে চাইছে না। তাঁর দাবি, ৩৬ হাজার ভোটে তাঁর জিতে আসা অনেকেই মেনে নিতে পারেননি।

আরও পড়ুন: ‘মায়ের হাত ধরে সোনার কেল্লা দেখা…’, জয়ায় পুড়ল বহু স্মৃতি, আবার ফিরবে তো?

গতকাল নিজের ফেসবুকে পোস্টে লিখেছেন, তিনি হাঁপিয়ে উঠছেন। মানুষের দুঃখকষ্ট দেখে, দুর্ভাগ্যের ভাগীদার হয়ে কেঁদে উঠছে তাঁর হৃদয়। তাঁর কথায়, ‘মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি। যখন দূরে ছিলাম, যখন তেমন ভাবে কিছু জানতাম না, খানিক সুখে ছিলাম। এখন সব দেখে জেনে – সরাসরি যুক্ত হয়ে আর কোনো রাতেই ভালো মতো ঘুমাতে পারছি না।কী এক কষ্টে মাঝরাতে উঠে পায়চারী করতে বাধ্য হই।’ তাঁর এই পোস্ট ঘিরেই শুরু হয় শোরগোল।

TV9 EXCLUSIVE

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?